তামিমদের বিপক্ষে বোলিংয়ে সাকিবরা

বোলিংয়ে সাকিবরা। ফাইল ছবি
বোলিংয়ে সাকিবরা। ফাইল ছবি
>বিপিএলে সন্ধ্যার ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। আজকের ম্যাচ জিতলে কুমিল্লা ভিক্টোরিয়ানস পয়েন্টের হিসাবে ঢাকার সমান অবস্থানে (১০ পয়েন্ট) উঠে আসবে।

বিপিএলে ঢাকার চলতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ মিরপুরে দুই দলই পরস্পরের মুখোমুখি হচ্ছে। নির্দিষ্ট করে বললে মুখোমুখি জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবাল। ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা ঢাকাকে ছোঁয়ার ভালো সুযোগ আজ কুমিল্লার সামনে। ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা কুমিল্লা আজ জিতলেই পয়েন্টের হিসাবে ঢাকা আর চিটাগংয়ের কাতারে চলে আসবে। গতকাল ঢাকাকে হারিয়ে দুই অঙ্কের ঘরে পা রেখেছে চিটাগং। কুমিল্লার জয় আজ তাদের নেট রান রেটের উন্নতিতেও সহায়ক হবে।

বিকেলে রংপুর রাইডার্স আর খুলনা টাইটানসের ম্যাচটি ছিল হাই-স্কোরিং। সন্ধ্যাতেও ঠিক তেমনই এক ম্যাচের অপেক্ষায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকেরা। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য উইকেটটা একটু পরখ করে নিতে চান। টসে জিতে কুমিল্লার বিপক্ষে তিনি বেছে নিয়েছেন বোলিং।

দুই দলে যারা যারা খেলছেন:
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, নাঈম শেখ, মোহর শেখ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, দারউইশ রাসুল, হজরতউল্লাহ জাজাই।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাইফউদ্দিন, শামসুল রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।