ডাকছে দেশ, মেসি শুনতে পাচ্ছেন?

মেসির গায়ে শুধু বার্সার জার্সি নয় দেশের জার্সিও দেখতে চান ভক্তরা। ছবি: এএফপি
মেসির গায়ে শুধু বার্সার জার্সি নয় দেশের জার্সিও দেখতে চান ভক্তরা। ছবি: এএফপি
চেষ্টা তিনি কম করেননি। ক্লাবের হয়ে এমন কিছু নেই যা তাঁর অর্জনে নেই। কিন্তু জাতীয় দলে বারবার স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসির। রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা দল থেকে স্বেচ্ছা অবসর নেওয়া মেসি ফিরবেন তো কোপা আমেরিকায়?


নিজ দেশের সেরা দর্শকই যেন তিনি! প্রত্যেকবার চিত্রপটের সমাপ্তি হবে বেদনাদায়ক আর তাতে সেই দৃশ্য দেখতে হবে সবচেয়ে কাছ থেকে। জাতীয় দলকে তুলেছেন বড় চারটি টুর্নামেন্টের ফাইনালে। হেরেছেন প্রতিবারই।এর মধ্যে তিনটি কোপা আমেরিকা ফাইনাল আর একটি বিশ্বকাপ। অথচ ক্লাবে তাঁকে নিয়ে এমন কিছু ভাবাই যায় না। বুঝতেই পারছেন, তিনি লিওনেল মেসি।

পাঁচবারের বর্ষসেরা এ তারকা জাতীয় দলে এলেই শিরোপার সব হিসেব যেন গোলমেলে হয়ে পড়ে। এ বছর বিশ্বকাপে শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর আর আকাশি-সাদা জার্সিতে দেখা যায়নি মেসিকে। তখন জানা গিয়েছিল, জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন বার্সেলোনা তারকা। ফিরবেন এ বছর কোপা আমেরিকায়। দক্ষিণ আমেরিকার প্রাচীনতম এই টুর্নামেন্ট শুরু হতে তো আর বেশি দেরি নেই। কাল হয়ে গেল টুর্নামেন্টের ড্র। আর টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৪ জুন। তাই প্রশ্ন উঠেছে মেসিকে নিয়ে, তিনি ফিরবেন তো আর্জেন্টিনার জার্সিতে?

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির ফেরা নিয়ে ভীষণ আশাবাদী, ‘মার্চের আগে আমরা লিও-র সঙ্গে কথা বলব। যখন ঠিক সময় আসবে তখনই কথা বলব আমরা। আমি আশা করি সে আমাদের সঙ্গে থাকবে কিন্তু তার চেয়েও বড় কথা, আমরা তাকে সুখী দেখতে চাই। আমার মন বলছে তাই। সকল আর্জেন্টাইন অধীর আগ্রহে তাঁর ফিরে আসার জন্য অপেক্ষা করছে, এখন দেখা যাক কী হয় সামনে।’

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও মনে করেন, দেশের জার্সিতে ফিরবেন মেসি। একই আশা আর্জেন্টিনার সাবেক হুয়ান রোমান রিকুয়েলমেরও, ‘কোনো সন্দেহ নেই, মেসি আবারও দলের হয়ে মাঠে নামবে।’ আর্জেন্টিনার ফরোয়ার্ড কার্লোস তেভেজের বলছেন, ‘মেসি হলো দলের প্রাণ।’ মেসির ফেরার ব্যাপারে আশাবাদী তিনিও।

শুধু আর্জেন্টিনাই নয়, ফুটবল বিশ্বই আসলে অপেক্ষায়। যদি মেসি দেশের জার্সিতে ফিরে শেষ পর্যন্ত কিছু একটা জিতেই ফেলেন! আর সেই সুযোগ থাকছে কোপা আমেরিকায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে শিরোপা জয়ের চেয়ে অসাধারণ ঘটনা আর কি বা হতে পারে!