সরফরাজের সামনে ক্ষমার 'উদাহরণ' রাখলেন ডু প্লেসি

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। ছবি: টুইটার
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। ছবি: টুইটার
>সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ের প্রতি কুরুচিপূর্ণ ও বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এ জন্য পরে ক্ষমাও চেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা দল তাঁকে ক্ষমা করেছে

খেলার মাঠে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের সংযত আচরণের কথা জানে ক্রিকেট বিশ্ব। অন্যের প্রতি তাঁদের সম্মান দেখানোর খ্যাতি বিশ্ব জুড়ে। প্রতিপক্ষের কুৎসিত আচরণের পরও মহানুভবতার আরও একটি নিদর্শন দেখালেন দক্ষিণ আফ্রিকা খেলোয়াড়রা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি জানিয়েছেন সরফরাজ আহমেদকে তাঁরা ক্ষমা করে দিয়েছেন।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে ৩৭ তম ওভারে দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফিউলেঙ্কো ছিলেন ব্যাটিংয়ে। এ সময় তাকে উদ্দেশ করে উইকেটরক্ষক ও পাকিস্তান অধিনায়ক সরফরাজ খুবই কুরুচিপূর্ণ ও সরাসরি বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। ক্রিকেটকে যখন বলা হয়ে থাকে ভদ্রলোকের খেলা, তখন একজন ক্রিকেটার হিসেবে তার এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাচের পর অবশ্য দ্রুতই ক্ষমা চান সরফরাজ। তাঁর ক্ষমা চাওয়াকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কারণ সে দুঃখ প্রকাশ করেছে। সে ক্ষমা চেয়েছে এবং দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এটা এখন আর আমাদের বিষয় নয়, আইসিসি এই বিষয় সামলাবে।’

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছ থেকে এই ঘটনার একটি রিপোর্ট পেয়েছে আইসিসি। তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে। আর এতে বিপদে পড়ার ভালো সম্ভাবনা আছে সরফরাজের। ডু প্লেসি আরও বলেন, ‘যখন আপনি দক্ষিণ আফ্রিকায় আসবেন, বর্ণবাদী মন্তব্য বিষয়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে। আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না, কিন্তু যেহেতু দ্রুতই ক্ষমা চাওয়া হয়েছে তার মানে সেখানে অনুশোচনা আছে। আমরা ক্ষমা করতে পারি কিন্তু বিষয়টি ভোলার মতো নয়।’

তবে যাকে নিয়ে সেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন সরফরাজ, সেই ফিউলেঙ্কো এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। সরফরাজ উর্দুতে সেই মন্তব্য করায় ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার সেটি খেয়ালই করেননি। এই বিষয়ে ডু প্লেসি বলেন, ‘আমরা খুব দয়ালু একটা দল। আমরা সহজেই ক্ষমা করে দেই।’