ফাইনালের আগেই ফাইনাল খেলবে বার্সা-রিয়াল

কোপা দেল রে দুটো এল ক্লাসিকো উপহার দিচ্ছে এবার। ফাইল ছবি
কোপা দেল রে দুটো এল ক্লাসিকো উপহার দিচ্ছে এবার। ফাইল ছবি

মহা সমস্যাতে পড়েছিল সবাই। এক দিকে স্বপ্নের ফাইনাল, অন্যদিকে দুটি এল ক্লাসিকোর লোভ! শেষ পর্যন্ত ফুটবলপ্রেমীদের কপালে দুটি এল ক্লাসিকোই জুটল। কোপা দেল রের সেমি ফাইনালেই মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ দুই এল ক্লাসিকো দেখার স্বাদ পেয়েই তাই ভুলতে হচ্ছে আরেকটি ক্লাসিকো ফাইনাল না পাওয়ার হতাশা।

পরশু সেভিয়াকে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। গতকাল সে পথে হেঁটেছে রিয়ালও। কাতালান আরেক ক্লাব জিরোনাকে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে হারিয়েছে তারা। এরপরই আশা জেগেছে এল ক্লাসিকো ফাইনালের। ২০১৩-১৪ মৌসুমে সর্বশেষ কোপাতে দেখা হয়েছিল দুই দলের। ফাইনালে বেলের এক অবিশ্বাস্য দৌড়ের কাছে হেরে গিয়েছিল বার্সা। রিয়ালের সর্বশেষ কোপা দেল রে জয়ের ঘটনা এটি।

গত চার বছর অন্য কোনো দলকে কাপ জিততে দেয়নি বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ যেখানে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালই ছুঁতে বেগ পাচ্ছিল, সেখানে টানা চারবার কাপ জিতেছে বার্সেলোনা। টানা পঞ্চম কাপ জয়ের পথে আবারও বাধা হিসেবে রিয়ালকে পাচ্ছে তারা। সেমিফাইনালের প্রথম লেগ হবে ৬ ফেব্রুয়ারি। বার্সেলোনার মাঠে প্রথম লেগ হওয়ার পর বেশ বড় একটা বিরতি মিলবে দুই দলের। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ২৭ ফেব্রুয়ারি। মজার ব্যাপার লিগে এ দুই দলের পরের খেলাটিও হবে বার্নাব্যুতে, মাত্র ৪ দিনের মাথায়। তবে ২ মার্চের সে ম্যাচের আগেই জানা যাবে বার্সার টানা পঞ্চম কোপা দেল রে জয়ের স্বপ্নটা টিকে থাকছে কি না, নাকি চার বছরের ঘুম কাটাতে পেরেছে রিয়াল।

কোপা দেল রের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া।