চলছে বন্ধুত্বের লড়াই টিপিএল

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল)। ছবি: জাহিদুল করিম
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল)। ছবি: জাহিদুল করিম

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ ( টিপিএল)। ট্রান্সকম গ্রুপ তার সহযোগী সংগঠনগুলো নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল লড়ছে শিরোপার জন্য। আজ শুক্রবার সকাল থেকে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে চলছে গ্রুপ পর্বের খেলা।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক, এস কে এফ ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন। আটটি দলের অধিনায়কসহ সিমিন হোসেন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ট্রান্সকম একটি বড় পরিবার। এ টুর্নামেন্ট আমাদের প্রতিবছর একত্র হওয়ার সুযোগ করে দেয়। আমরা প্রতিবছর এ আয়োজন করে যেতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের বিপণন বিভাগের প্রধান যারেফ আয়াত হোসেন।

ট্রান্সকম প্রিমিয়ার লিগ উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন। ছবি: জাহিদুল করিম
ট্রান্সকম প্রিমিয়ার লিগ উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন। ছবি: জাহিদুল করিম

গ্রুপ পর্বে আজ মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি খেলা হবে আগামী ২২ ফেব্রুয়ারি। প্রতিটি ইনিংস ১২ ওভারের। একসঙ্গে তিনটি মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলায় জয় পেয়েছে ডিজিটাল নাইট, এসকেএফ লায়ন্স ও টিএফএল ওরিওর্স।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল)। ছবি: জাহিদুল করিম
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল)। ছবি: জাহিদুল করিম
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল)। ছবি: জাহিদুল করিম
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল)। ছবি: জাহিদুল করিম