বাংলাদেশকে হারিয়ে স্ত্রীকে সাক্ষাৎকার দিলেন গাপটিল

স্ত্রী লরার নেওয়া গাপটিয়ের সেই সাক্ষাৎকার। ছবি: সংগৃহীত
স্ত্রী লরার নেওয়া গাপটিয়ের সেই সাক্ষাৎকার। ছবি: সংগৃহীত
>

স্ত্রী লরা ম্যাকগোল্ডরিক নেপিয়ারে সাক্ষাৎকার নিলেন মার্টিন গাপটিলের। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর টিভি সাংবাদিক স্ত্রীকে দেওয়া সেই সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাপারটি সবাইকে মনে করিয়ে দিয়েছে ২০১০ বিশ্বকাপে ইকার ক্যাসিয়াসের সাংবাদিক স্ত্রী সারা কার্বোনেরোকে!

২০১০ বিশ্বকাপ ফুটলে সারা কার্বোনেরো ঝড় তুলেছিলেন। টিভি সাংবাদিক সারা ইকার ক্যাসিয়াসের স্ত্রী। ফাইনালে জেতার পর স্প্যানিশ অধিনায়ক ক্যাসিয়াসের সাক্ষাৎকার নিয়েছিলেন। তবে পৃথিবীব্যাপী ঝড় তুলেছিল যে ব্যাপারটি সেটি হচ্ছে ক্যাসিয়াসের একটি চুম্বন। সাক্ষাৎকারের একপর্যায়ে অতি আবেগে সারাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন স্প্যানিশ অধিনায়ক। হতচকিত ও কিছুটা বিব্রত সারার লাজুক চেহারাই হয়েছিল আলোচনার বিষয়। বুধবার নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর মার্টিন গাপটিলের সাক্ষাৎকার নিলেন তাঁর স্ত্রী লরা ম্যাকগোল্ডরিক। যদিও সেদিন ক্যাসিয়াসের মতো কোনো ‘ঘটনা’ ঘটাননি গাপটিল!
নেপিয়ারে বাংলাদেশের ২৩২ রান তাড়া করতে নেমে গাপটিলের অপরাজিত ১১৭ রানের ইনিংসেই বড় জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। কামব্যাক ইনিংস হিসেবেও গাপটিলের এই ১১৭ রান অনন্য। স্কাই স্পোর্টসের সঞ্চালক হিসেবে ম্যাচ শেষে স্বামীর সাক্ষাৎকার নেওয়ার দায়িত্বটা লরাকেই পালন করতে হয়। যদিও স্ত্রী লরাকে অনেকবারই সাক্ষাৎকার দিতে হয়েছে কিউই ব্যাটসম্যানকে। বুধবারের সাক্ষাৎকারকে এরই মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
লরার সাংবাদিকতা ক্যারিয়ার দশ বছরের পুরোনো। এক সময় মঞ্চের পারফরমার ছিলেন। পারফর্মিং আর্টে গ্র্যাজুয়েট। ২০০৯ সালে একটি শিশুদের অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে টেলিভিশন মিডিয়ায় নাম করেন। এরপর তিনি স্কাই টেলিভিশনে যোগ দিয়ে শুরু করেন ক্রিকেট বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ক্রিকেট শো’। স্কাইয়ে মূলত ক্রিকেট বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার কাজেই লরাকে বেশি দেখা যায়। ২০১৪ সালে তিনি গাপটিলকে বিয়ে করেন। ২০১৮ সালের জানুয়ারিতে কন্যা সন্তানের জনক-জননী হন তারা।
লরার পাশাপাশি এই মুহূর্তে সাংবাদিকতার জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন আরও তিন ক্রিকেটারের স্ত্রী। ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার স্টার টিভির জনপ্রিয় ক্রিকেট সঞ্চালক। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলের স্ত্রী রোজ কেলি টিভি নাইন নামের একটি চ্যানেলের ক্রিকেট সাংবাদিক। অস্ট্রেলীয় ক্রিকেটার শন মার্শের স্ত্রী ও’ডনোভানও টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করছেন।