বিদেশে তিন টেস্টের সিরিজ শেষ কবে খেলেছে বাংলাদেশ?

২০০৭ সালে বাংলাদেশ সর্বশেষ তিন টেস্টের সিরিজ খেলেছে প্রতিপক্ষের মাঠে। ফাইল ছবি
২০০৭ সালে বাংলাদেশ সর্বশেষ তিন টেস্টের সিরিজ খেলেছে প্রতিপক্ষের মাঠে। ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজটা বিরল একটা অনুভূতিই দিয়ে যাবে বাংলাদেশ দলকে। এটি তিন টেস্টের সিরিজ, ১৯ বছরে ১১২ টেস্টের ‘ক্যারিয়ারে’ বাংলাদেশের যে অভিজ্ঞতা, এর আগে হয়েছে মাত্র তিনবার। সর্বশেষ চার বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে। আর বাইরে তিন টেস্টের সিরিজ খেলে আসার অভিজ্ঞতা তো ১২ বছর পুরোনো।

২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হতে যাওয়া বিরল সেই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরুও হয়ে গেছে। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নেমে গেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটাও এখানেই খেলেছে।

ডানেডিনে তৃতীয় ওয়ানডে শেষে ক্রাইস্টচার্চে ফিরে এসেছে দল। সেখান থেকে ২২ কিলোমিটার দূরের লিঙ্কন ইউনিভার্সিটি মাঠের দিকে যখন রওনা দেবে, ওয়ানডেতে হোয়াইটওয়াশের হতাশা পেছনে রেখে বাংলাদেশের সামনে হাতছানি থাকবে নতুন চ্যালেঞ্জের। নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্ট মানেই তো বড় চ্যালেঞ্জ, তাতে তিন টেস্ট খেলতে হবে ২৪ দিনের মধ্যেই। বাংলাদেশ কোচ স্টিভ রোডস যদিও সেটি একপাশেই রাখছেন, ‘টেস্টগুলো পাঁচ দিনে গড়ালে ২৪ দিনের ১৫ দিনই খেলতে হবে। খুব বেশি দল ২৪ দিনে তিন টেস্টের সিরিজ খেলবে না। কিন্তু সেটা নিয়ে ভাবছি না। এটা আমাদের জন্য শেখার সুযোগ। কারণ আমরা বিদেশে ভালো খেলা শিখতে চাই। এই টেস্টগুলো যত বেশি খেলব, তত ভালো।’

এই সিরিজটা বাংলাদেশের জন্য বিশেষ অর্থবহ ম্যাচ সংখ্যার কারণেই। বাংলাদেশকে তিন টেস্টের সিরিজে খুব কম দলই আতিথ্য দেয়। অবশ্য বাংলাদেশ নিজেও হোম সিরিজে একবারই তিন টেস্টের সিরিজ খেলেছে। দুবারই খেলেছে বিদেশের মাটিতে। প্রথমটি ২০০৩ সালের সেই আলোচিত পাকিস্তান সফর। পরেরটি ৪ বছর বিরতিতে, শ্রীলঙ্কায়। এবার তো বিদেশে তিন টেস্টের সিরিজ খেলতে এক যুগের অপেক্ষা।

বাংলাদেশ তিন টেস্টের সিরিজ তিনটা খেলেছে। এই তিনের জাদু দেখা যাচ্ছে ফলাফলেও। তিনটি সিরিজেরই ফল ৩-০। এর মধ্যে দুবার বাংলাদেশ হেরেছে, একবার জিতেছে।

তিন টেস্টের সিরিজে বাংলাদেশ

প্রতিপক্ষ

ফল

জয়ী দল

সাল

পাকিস্তান

৩-০

পাকিস্তান

২০০৩

শ্রীলঙ্কা

৩-০

শ্রীলঙ্কা

২০০৭

জিম্বাবুয়ে

৩-০

বাংলাদেশ

২০১৪