আইপিএলের 'বদভ্যেস' নিয়ে চিন্তিত কোহলি

আইপিএল নিয়ে চিন্তিত কোহলি। ছবি: এএফপি
আইপিএল নিয়ে চিন্তিত কোহলি। ছবি: এএফপি
আইপিএল খেলেই বিশ্বকাপে যেতে হবে ভারতকে। এই টি-টোয়েন্টি লিগে খেলার সময় খেলোয়াড়দের টেকনিকে কিছু বদভ্যেস গড়ে ওঠে, কোহলি এসব নিয়ে যথেষ্ট চিন্তিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আরও দুটি ওয়ানডে ম্যাচ হলে ভালো হতো বলে তিনি মনে করেন।


অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে সীমিত ওভারের সিরিজটি নিয়ে কিছুটা বিরক্ত বিরাট কোহলি। বিশ্বকাপের আগে বেশি বেশি টি-টোয়েন্টি খেলা হয়ে যাচ্ছে কি না, এ নিয়ে শঙ্কা ভারত অধিনায়কের। তিনি ভারতীয় ক্রিকেট দলকে আইপিএল-অভ্যেস নিয়েও সতর্ক করেছেন।

টি-টোয়েন্টি দিয়েই আজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা। কোহলির বিরক্তি অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা দিয়ে নয়। এই সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচটাই সমস্যা তাঁর জন্য। বিশ্বকাপের আগে এই টি-টোয়েন্টি ম্যাচ দুটি আয়োজনের কী দরকার ছিল, সেটিই ভেবে পাচ্ছেন না কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এর পরপরই আইপিএলের আসর। মানে যেটি দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে বিশ্বকাপের আগে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচই ভরসা তাদের। কোহলির ভয় বেশি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভ্যেসটা না আবার প্রভাব ফেলে ভারতের বিশ্বকাপ অভিযানে।
বিশাখাপট্টনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের মতামত জানিয়েছেন কোহলি, ‘বিশ্বকাপের আগে আরও কিছু ওয়ানডে খেলতে পারলে খুব ভালো হতো। আইপিএলে আমরা অনেক টি-টোয়েন্টি খেলব। তাই সিরিজে আরও দুটি ওয়ানডে পেলে কেবল আমাদেরই নয়, অস্ট্রেলিয়াও লাভবান হতো।’
বিশ্বকাপের আগে কোহলির বড় ভয় আইপিএল নিয়েও। বিশ্বকাপে আইপিএল খেলে যাওয়ার বিপদটা সম্পর্কে দলের খেলোয়াড়দের সতর্ক করেছেন তিনি, ‘আইপিএল নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ওয়ানডের মানসিকতা থেকে দূরে সরে যাওয়া যাবে না। আইপিএলের ম্যাচগুলো খেলার সময় টেকনিকের দিক দিয়ে কিছু বদভ্যেস হয়ে যায় আমাদের। সেগুলো দূর করতে হবে। আসলে বিশ্বকাপে আমাদের এমন ১৫ জন খেলোয়াড় লাগবে যারা সে সময় পুরোপুরি ফিট ও ঝরঝরে থাকবে শারীরিক দিক দিয়ে। তাঁরা থাকবে আত্মবিশ্বাসী।’