সৌরভ নির্বাচনে দাঁড়াতে চান, সন্দেহ মিয়াঁদাদের

জাভেদ মিয়াঁদাদ ও সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি
জাভেদ মিয়াঁদাদ ও সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি
কাশ্মীর হামলার পর মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ‘পাকিস্তানের সঙ্গে সব খেলাই বয়কট করা উচিত’—সৌরভের এই মন্তব্যকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলতে চান পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি জানতে চেয়েছেন, সৌরভ ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চান কি না!


কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বর্জনের দাবি উঠেছে ভারতে। সৌরভ গাঙ্গুলী এক কাঠি সরেস। বিশ্বকাপে মুখোমুখি হওয়া দূরে থাক, তিনি যেকোনো খেলাতেই পাকিস্তানের মুখোমুখি হওয়ার বিপক্ষে। এতে আর চুপ করে থাকতে পারেননি পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়া’খ্যাত জাভেদ মিয়াঁদাদ। তাঁর পাল্টা খোঁচা, ‘সৌরভ কি নির্বাচনে দাঁড়াতে চায়?’

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ (আধা সামরিক বাহিনী) জওয়ান নিহত হওয়ার পর ভারতজুড়ে পাকিস্তানবিরোধী ক্ষোভ চলছে। রাজনীতি, অর্থনীতি, বিনোদন ও সংস্কৃতিজগৎ—সব জায়গায় চলছে পাকিস্তান-বয়কট। সৌরভ কয়েক দিন আগে একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘এই ঘটনার পর দ্বিপক্ষীয় সিরিজের আর কোনো সুযোগ নেই। আমি মনে করি এই আক্রমণের পর শুধু ক্রিকেট নয়, হকি কিংবা ফুটবল; পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদ করা উচিত ভারতের।’

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন কিংবা পাকিস্তানকে বিশ্বকাপ থেকেই নিষিদ্ধের যে দাবি উঠেছে ভারতে, মিয়াঁদাদ তার বিপক্ষে সবচেয়ে সোচ্চার। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান কদিন আগেও বলেছেন, ভারত চাইলেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করতে পারবে না। আইসিসির সদস্য দেশের মধ্যে এ ধরনের কোনো নীতিমালা নেই। এবার ভারতের সাবেক অধিনায়ক সৌরভকেও সপাটে ড্রাইভ খেললেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। মিয়াঁদাদ বলেন, ‘আমার মনে হয় সৌরভ ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চায়। কিংবা মুখ্যমন্ত্রী হতে চায়। কারণ তাঁর আচরণ দেখে মনে হচ্ছে সে দেশের লোকের মনোযোগ কাড়তে চায়। ভারতের এই কাপুরুষ আচরণ নিয়ে ভাবনা বাদ দিয়ে আমাদের উচিত নিজেদের উন্নয়নে মনোযোগী হওয়া।’

পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যানের এই মন্তব্য ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’খ্যাত সৌরভের কান পর্যন্ত পৌঁছেছে। তিনি অবশ্য পাল্টা জবাব দিয়ে কথা বাড়ানোর চেষ্টা করেননি। অনেকটা সামনের পায়ে ডিফেন্স করার মতোই সৌরভের জবাব, ‘জাভেদ মিয়াঁদাদের কথা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। তাঁর ব্যাটিং উপভোগ করেছি। তিনি ছিলেন অসাধারণ একজন ক্রিকেটার।’