ব্যাটে-বলে দুই 'রনি', জিতল গাজী ক্রিকেটার্স

দুই রনির নৈপুণ্যে গাজী ক্রিকেটার্সের জয়। ছবি: প্রথম আলো
দুই রনির নৈপুণ্যে গাজী ক্রিকেটার্সের জয়। ছবি: প্রথম আলো
ফতুল্লায় প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে বিকেএসপিকে ২৭ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স


ব্যাটিংয়ে রনি তালুকদার আর বোলিংয়ে আবু হায়দার রনি। দুই ‘রনি’র নৈপুণ্যে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে তাদের জয় ২৭ রানের।

বৃষ্টির কারণে ১০ ওভারে নামিয়ে নিয়ে আসা এই ম্যাচ প্রথমে ব্যাটিং করে রীতিমতো ঝড়ই তুলেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এটি সম্ভব হয়েছে রনি তালুকদারের ১৬ বলে ৪১ রানের ইনিংসে। বিপিএলে দারুণ খেলা রনি আজ গাজী ক্রিকেটার্সকে শুরুতে পথ দেখিয়েছেন। এরপর ওয়ালিউল করিমের ১৮ বলে ২৫, সাজ্জাদুল হকের ৮ বলে ২০, মাইশুকুর রহমানের ১১ বলে ১৯ আর তৌহিদ তারেকের ৬ বলে ১১ রানের ইনিংসে গাজী মোটামুটি রানের পাহাড়েই চড়ে। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ড তোলে ১২৩।

ওভারপ্রতি ১২.৩ রানের চাপ নিয়ে গাজী ক্রিকেটার্সের রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বিকেএসপি। আবু হায়দার ও মেহেদী হাসানের বোলিং তোপে ৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। দিশেহারা অবস্থায় বিকেএসপিকে পথ দেখান আমিনুল ইসলাম ও আকবর আলী। ৭৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। আমিনুল ২৪ বলে ৩৪ করেন। আকবর ৪ ছক্কা আর ২ বাউন্ডারিতে ২০ বলে করেন ৪৩। যদিও দলের হার এড়াতে পারেননি তারা। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রানে থামে বিকেএসপির ইনিংস। আবু হায়দার ২ রানে ২ উইকেট নেন, মেহেদী ১ উইকেট নেনে ২২ রানে। অপর উইকেটটি নিয়েছেন কামরুল ইসলাম রাব্বী।