পাকিস্তানে বিমান হামলাকে স্বাগত জানালেন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার। ছবি: এএফপি
শচীন টেন্ডুলকার। ছবি: এএফপি
>পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে ভারতীয় বিমানবাহিনীর হামলাকে স্বাগত জানিয়েছেন শচীন টেন্ডুলকারসহ দেশটির ক্রীড়াঙ্গনের তারকারা

কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হওয়ার ১৩ দিন পর পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে বিমান হামলা চালিয়েছে ভারত। আজ ভোরে পাকিস্তানের জয়েশ-ই-মুহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদিন ও লস্কর-ই-তাইয়েবার স্থাপনায় হামলা চালান দেশটির বিমানসেনারা। ভারতীয় বিমানবাহিনীর এই হামলাকে স্বাগত জানিয়েছেন দেশটির ক্রীড়াঙ্গনের তারকারা।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড গড়া শচীন টেন্ডুলকার এই হামলার পর টুইট করেন, ‘আমাদের ভালোমানুষি কে কখনোই দুর্বলতা মনে করা উচিত নয়। ভারতীয় বিমানবাহিনীকে কুর্নিশ। জয় হিন্দ।’ টেন্ডুলকারের একসময়ের জাতীয় দল সতীর্থ বীরেন্দর শেবাগ আবার একটু ঘুরিয়ে-পেঁচিয়ে বলতে ভালোবাসেন। হামলার পর শেবাগ টুইট করেন, ‘আমাদের ছেলেরা সত্যিই ভালো খেলেছে।’ ভারতের বর্তমান দলটির ওপেনার শিখর ধাওয়ানও টুইট করেন, ‘ভারতীয় বিমানবাহিনী সময়মতো যে সাহস ও শৌর্য দেখিয়েছে সে জন্য তাঁদের কুর্নিশ।’

ভারতের বিমান হামলার পর টেন্ডুলকার ও শেবাগের টুইট। সংগৃহীত ছবি
ভারতের বিমান হামলার পর টেন্ডুলকার ও শেবাগের টুইট। সংগৃহীত ছবি

ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল টুইট করেন, ‘ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাই...জয় হিন্দ।’ সে সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘ইন্ডিয়া স্ট্রাইক ব্যাক’। দেশটির ‘পদ্মশ্রী’ পুরস্কারজয়ী আরেক ব্যাডমিন্টন তারকা শ্রীকান্ত কিদাম্বির টুইট, ‘সন্ত্রাসের বিপক্ষে আক্রমণের জন্য ভারতীয় বিমানবাহিনীকে কুর্নিশ। তোমাদের নিয়ে প্রতিটি ভারতীয় গর্বিত।’

ভারতীয় বিমানবাহিনীর এই আক্রমণ ক্রিকেটারদের মধ্যে সাড়া ফেলেছে বেশি। ‘টাইম অব ইন্ডিয়া’-য় এই হামলা নিয়ে প্রতিবেদনে টেন্ডুলকার-শেবাগ-ধাওয়ান ছাড়াও আরও কজন ক্রিকেটারের টুইট তুলে ধরা হয়েছে। যেমন সুরেশ রায়না লিখেছেন, ‘এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে অসাধারণ সাহস দেখানোর জন্য ভারতীয় বিমানবাহিনীকে সেলাম জানাই। কাপুরুষদের প্রতি দুর্দান্ত জবাব।’ অজিঙ্কা রাহানের টুইট, ‘ভারতীয় সেনাবাহিনীর চমৎকার কাজ। সন্ত্রাসের বিপক্ষে তাঁরা ভীষণ প্রয়োজনীয় বার্তা পাঠিয়েছে।’