রেকর্ড ভাঙার রহস্য জানালেন শুভাগত

অসাধারণ এক রেকর্ড গড়েছেন শুভাগত। ছবি: প্রথম আলো
অসাধারণ এক রেকর্ড গড়েছেন শুভাগত। ছবি: প্রথম আলো
>টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা এখন শুভাগতের। রেকর্ড গড়ে কেমন লাগছে তাঁর?

হালকা নাশতা করেই গায়ে এত জোর! পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষেই শুভাগত হোম চলে যেতে চান ড্রেসিংরুমে। সাংবাদিকেরা অনুরোধ করেন, দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন, কথা না বলেই চলে যাবেন! শুভাগত হোম রসিকতা করে বলেন, 'সকালে তেমন নাশতা করিনি, এখন যাই।'

হালকা নাশতা করেই এভাবে পেটালেন মোহামেডানের বোলারদের? শুভাগত হাসেন। আজ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছেন। ছক্কাই মেরেছেন ৬টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা এখন শুভাগতের। বাংলাদেশের মাটিতেও দ্রুততম ফিফটি এটি। বরিশাল বার্নার্সের হয়ে প্রথম বিপিএলে ১৬ বলে ফিফটি করেছিলেন আহমেদ শেহজাদ। সে রেকর্ড এর পর অনেক চেষ্টা করেও ছোঁয়া যায়নি। অবশেষে শুভাগতই পারলেন সে রেকর্ডে ভাগ বসাতে। অথচ শাইনপুকুরের এ অলরাউন্ডার ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছেন ১৬তম ওভারে। তাতেই ওই রেকর্ড।

ম্যাচ শেষে রেকর্ড নিয়ে অবশ্য আলাদা কোনো রোমাঞ্চ দেখা গেল না শুভাগতের চোখেমুখে, ‘চেষ্টা করি প্রতি ম্যাচেই রান করতে। কাল (রূপগঞ্জের বিপক্ষে ১০ বলে ৩২ রান) পরিস্থিতি ছিল এমন যে প্রতি বলে বাউন্ডারি দরকার ছিল। চেষ্টা করেছিলাম, ভাগ্যের ছোঁয়া পেয়ে গেছি, হয়ে গেছে। আর রেকর্ডের চিন্তা তো খেলার সময় থাকে না। আজও রান বাড়ানোর তাড়া ছিল। চার-পাঁচ ওভার ছিল বাকি। চেষ্টা করছিলাম বড় শট খেলার। হয়ে গেছে।’

বিপিএলের একটা ম্যাচে দেখা গিয়েছিল, ডিপিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। শুভাগত জানালেন, টেকনিকে একটু পরিবর্তন আনায় ভালো ফল পাচ্ছেন, ‘আগে একটু নড়াচড়া করে খেলতাম। এখন একটু স্থির হয়ে, ভারসাম্য ঠিক রেখে খেলার চেষ্টা করি।’

তিন বছর হলো জাতীয় দলের বাইরে আছেন শুভাগত। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবারও বাংলাদেশ দলে ফেরার তাড়না অনুভব করেন বটে, তবে নিজেকে প্রমাণ করার কিছু নেই বলেই মনে করেন শুভাগত।