দর্শক হয়ে গেলেন সাব্বির-সাইফউদ্দিন-রুবেলরা

সাব্বির আগের ম্যাচে দুর্দান্ত খেললেও আজ ছিলেন ব্যর্থ। ফাইল ছবি, প্রথম আলো
সাব্বির আগের ম্যাচে দুর্দান্ত খেললেও আজ ছিলেন ব্যর্থ। ফাইল ছবি, প্রথম আলো
>প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে শেষ চারে উঠতে পারেনি শক্তিশালী আবাহনী লিমিটেড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের কাছে তারা হেরেছে ৪৯ রানে। ফলে প্রিমিয়ার টি-টোয়েন্টিতে দর্শক হয়ে গেলেন সাব্বির রহমান-সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা

কাগজ-কলমে শক্তিশালী দলই গড়েছে আবাহনী। দলে তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন থাকার পরও আবাহনী পারেনি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির শেষ চারে উঠতে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের কাছে ৪৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আবাহনীর।

মেঘলা আবহাওয়ায় মিরপুরে দেখা গেল দুই ‘রুবেলে’র ঝড়। একজন প্রাইম ব্যাংকের, আরেকজন আবাহনীর। প্রাইম ব্যাংকের রুবেল একজন ওপেনার। তাঁর ৫৬ বলে ৭৬ রানের সৌজন্যেই প্রাইম ব্যাংক পেয়েছে ৬ উইকেটে ১৭৬ রানের লড়িয়ে স্কোর। আর আবাহনীর রুবেলকে তো চেনেনই, জাতীয় দলের পেসার। আজ তিনি আবির্ভূত হয়েছিলেন ব্যাটসম্যান হিসেবে।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ খেলা সাব্বির রহমান আজ ছিলেন নিষ্প্রভ। পেসার আল আমিনের শিকার হওয়ার আগে করেছেন ৬ রান। ব্যর্থ হয়েছেন জাতীয় দলে খেলা নাজমুল-মোসাদ্দেক ও সাইফউদ্দিনও। ৭০ রানে ৭ উইকেট হারানো আবাহনীর পরাজয়ের ব্যবধান কমেছে রুবেলের ব্যাটিংয়ে। বাংলাদেশ দলের এ পেসার যেভাবে খেলেছেন, আবাহনীর সমর্থকদের আফসোস হতে পারে তিনি যদি আরও আগে নামতেন! মোহর শেখের বলে আউট হওয়ার আগে রুবেল করেছেন ২৩ বলে ৩৬, দলের পক্ষে যেটি সর্বোচ্চ। পুরো ২০ ওভার খেলে আবাহনী ৯ উইকেটে করতে পেরেছে ১২৭ রান।

আগের দিন ব্রাদার্সকে ৪৭ রানে হারানোর পর আজ আবাহনীকে ৪৯ রানে হারিয়ে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। আর লিগ থেকে বিদায় গত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর।