আবাহনী-মোহামেডান লড়াই স্থগিত

কয়েক ঘণ্টার ভারী ও হালকা বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠের কয়েক জায়গায় পানি জমে যায়। সংগৃহীত ছবি
কয়েক ঘণ্টার ভারী ও হালকা বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠের কয়েক জায়গায় পানি জমে যায়। সংগৃহীত ছবি
>বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় স্থগিত করা হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মধ্যকার ম্যাচটি

চলতি মৌসুমে আজ প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের। কিন্তু প্রায় কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় স্থগিত করা হয়েছে ম্যাচটি। স্থগিত ম্যাচটি কবে কখন মাঠে গড়াবে, তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় আধ ঘণ্টা পিছিয়ে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়। এতেও মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচ স্থগিত করেন ম্যাচ কমিশনার।

ঐতিহ্যবাহী দুই দল অবস্থান করছে দুই মেরুতে। ব্যবধান এমনই যে, আবাহনী নামবে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে আর মোহামেডান অবনমন বাঁচানোর লড়াইয়ে। ৮ ম্যাচে ৬ জয় আর ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর ৭ ম্যাচে ৪ হার ১ জয় আর ২ ড্রয়ে মোহামেডানের পয়েন্ট মাত্র ৫। ১৩ দলের লিগে আছে দশে।