নেইমারকে 'ডাইভ' দিতে শিখিয়েছেন তাঁর বাবা!

>
চোট এড়ানোর জন্য ইচ্ছা করে বাতাসে লাফ দিয়ে মাটিতে গড়াগড়ি খান নেইমার, বলেছেন বাবা। ছবি: এএফপি
চোট এড়ানোর জন্য ইচ্ছা করে বাতাসে লাফ দিয়ে মাটিতে গড়াগড়ি খান নেইমার, বলেছেন বাবা। ছবি: এএফপি

মাঠে রেফারির কাছ থেকে অবৈধ সুবিধা পাওয়ার জন্য ডাইভ দেন, নেইমারের বিপক্ষে এমন অভিযোগ বহুদিনের। এত দিন পর এ বিষয়ে ছেলের পক্ষে মুখ খুললেন বাবা নেইমার সিনিয়র। জানালেন, ডাইভ নয়, এটা তাঁর ছেলের কৌশল!

রাশিয়া বিশ্বকাপে নেইমারের ‘ডাইভ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কত মজাই না করেছে। কেউ আবার এক কাঠি সরেস হয়ে নেইমারকে গালিগালাজও করেছে বিরক্ত হয়ে। সাধারণ সমর্থক থেকে শুরু করে ফুটবল-পণ্ডিতেরা তুলেছিলেন সমালোচনার ঝড়। কিন্তু এত দিন পর নেইমারের বাবা এলেন ছেলের পক্ষে সাফাই গাইতে। পিএসজির ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাবা বলেছেন, এটাকে যেন কেউ ডাইভ হিসেবে না দেখেন। বরং বাজে ধরনের ফাউলের হাত থেকে বাঁচার জন্য এটা নেইমারের একটা কৌশল!

লম্ফঝম্ফ বা মাঠে গড়াগড়ি দেওয়ার অভ্যাস নেইমারের আজকের নয়। সেই ছোটবেলা থেকে নেইমার এসব করে থাকেন বলে জানিয়েছেন তার বাবা, ‘লোকেরা এটিকে ডাইভ বা অভিনয় বলে। আসলে ও ডাইভ-টাইভ দেয় না। এটা ওর একটা কৌশল। যে কৌশল ও সেই ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছে। ও যখন একাডেমিতে খেলত, তখন থেকেই এটা করত।’

কৌশলটা নেইমারকে শিখিয়েছেন তার বাবাই, স্বীকার করেছেন তিনি, ‘আমি ওকে শিখিয়েছিলাম, বলের জন্য লড়াই করতে গেলে পারবে না। বলেছিলাম, ‘যদি দেখো তোমার আঘাত পাওয়ার শঙ্কা আছে, তাহলে বাতাসে লাফ দেবে। আকাশের দিকে উঠে মাঠে সুন্দরভাবে পড়ে গিয়ে গড়াগড়ি দেওয়া শুরু করবে, তাহলে আর তোমার হাত পা ভাঙবে না!’

শারীরিকভাবে নেইমার শক্তিশালী নন। তাই মাঠে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার জন্য বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তাই ছেলেকে এই কৌশল শিখিয়েছেন তাঁর বাবা, ‘আপনি একটি বার-বি-কিউ বানানোর লোহার শিক আকাশে ছুড়ুন। তারপর উড়ন্ত শিককে একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করুন, দেখবেন শিকটা ভাঙবে না। কিন্তু শিকটা যদি মাটিতে পড়ে থাকে আর আপনি যদি সেই অবস্থায় ওটাকে একটা হাতুড়ি দিয়ে সামান্য আঘাত করেন, সেটা ভেঙে যাবে। আমি জানতাম আমার ছেলে অত শক্তিশালী নয়, তাই মাঠে চোট এড়িয়ে ভালো খেলতে হলে ও লড়াইয়ে জিততে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলকে আপনারা ডাইভ বলবেন না!’