জাদেজা-পত্নী এখন বিজেপি নেত্রী

সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন জাদেজার স্ত্রী। ছবি: টুইটার
সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন জাদেজার স্ত্রী। ছবি: টুইটার
>

এক বছর ধরে ইতিবাচক-নেতিবাচক বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। এবার খবরে এলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়ে।

রাজনীতিতে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। আনুষ্ঠানিকভাবে তাঁকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতিতে স্বাগত জানানো হয় গুজরাটের জামনগরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে। বিভাবার বিজেপিতে যোগ দেওয়ার সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অনেক মন্ত্রী ও সাংসদ।

গত এক বছরে যথেষ্ট বিতর্ক ছড়িয়েছেন জাদেজা-পত্নী। সবার আগে খবরে আসেন জামনগরের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। বেপরোয়া গাড়ি চালিয়ে জামনগর পুলিশ স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা সেই কনস্টেবলের মোটরসাইকেলে ধাক্কা মেরেছিলেন রিভাবা। সে দুর্ঘটনায় চোট পেয়ে হাসপাতালেও ভর্তি হন পুলিশের সেই সদস্য। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন গত বছরের অক্টোবরে। গুজরাট ও রাজস্থানের রাজনৈতিক দল করনি সেনার মহিলা দলের প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেখান থেকেই যোগ দিলেন বিজেপিতে। শোনা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে তাঁকে জামনগর থেকে বিজেপির মনোনয়ন দেওয়া হবে।
সোমবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জামনগর সফরে আসার কথা। সেখানে কয়েকটি বড় প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। এর ঠিক আগের দিনই বিজেপিতে যোগ দিলেন রিভাবা। বিজেপি অবশ্য দারুণ খুশি জাদেজার স্ত্রী দলে আসায়। দলের জামনগর শাখার সভাপতি জানিয়েছেন, রিভাবা আসার ফলে দলের শক্তি বাড়বে।
২০১৬ সালে জাদেজাকে বিয়ে করেন রিভাবা। তাঁরা এক কন্যার সন্তানের জনক-জননী। এমনিতে জাদেজার শহর জামনগরেই বাস করেন রিভাবা, কিন্তু রাজকোটেও মাঝেমধ্যে থাকতে হয় তাঁকে। সেখানে জাদেজার একটি রেস্তোরাঁ আছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে জাদেজাকে। সিরিজের প্রথম ম্যাচে জাদেজার বোলিংয়ের প্রশংসা ঝরেছে অধিনায়ক বিরাট কোহলির কণ্ঠে। তবে ভারতের বিশ্বকাপের স্কোয়াডে জাদেজা সুযোগ পাবেন কি না, সেটি নিয়ে সন্দেহ আছে।