নবাগত নোফেলের কাছেও হেরেছে মোহামেডান

বিবর্ণ মোহামেডান আজ হেরেছে নোফেলের কাছেও । ছবি: বাফুফে
বিবর্ণ মোহামেডান আজ হেরেছে নোফেলের কাছেও । ছবি: বাফুফে
>মোহামেডান এখন নিয়মিত হারে, জয় এখন অনেক দূরের স্বপ্ন ‘দর্শকপ্রিয়’, ‘ঐতিহ্যবাহী’ সাদা-কালো শিবিরের

নোফেল স্পোর্টিং ক্লাব বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নবাগত দল। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ‘বড় দল’ ‘দর্শকপ্রিয়’ হিসেবেই চেনে সবাই। কিন্তু এই মোহামেডান অতীতের সেই মোহামেডান নয়, এই মোহামেডান জিততে ভুলে গেছে, নিদেনপক্ষে একটি ড্রতেই এখন উল্লাসে মাতেন এই মোহামেডানের খেলোয়াড়েরা। সবচেয়ে বড় কথা, এই মোহামেডান এখন নিয়মিত হারে। আজ নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নবাগত নোফেলের কাছে মোহামেডান হেরেছে ১-০ গোলে। এবারের লিগে ৯ ম্যাচে এটি মোহামেডানের ষষ্ঠ হার। পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা সাদা-কালোরা এখন কেবলই সমর্থকদের দীর্ঘশ্বাস!
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—তিন জেলার কয়েকজন ক্রীড়াসংগঠকদের গড়া ক্লাব নোফেল স্পোর্টিং। তাদের এখনো স্থায়ী কোনো ক্লাবভবন নেই। কিন্তু এই দলটিই এখন পয়েন্ট তালিকায় মোহামেডানের ওপরে। মোহামেডান যেখানে ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার এগারোতম স্থানে, সেখানে নোফেল সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। হারতে হারতে মোহামেডানের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছে গেছে যে রেলিগেশনের খড়্গের নিচেও যদি তাঁরা পড়ে যান, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।
ম্যাচের শেষ দিকে, ৮৬ মিনিটে পেনাল্টি থেকে নোফেলকে জয়সূচক গোল এনে দেন ইসমাইল বাঙ্গুরা।