নেইমার 'নষ্ট ছেলে!'

নেইমারকে ‘নষ্ট ছেলে’ বলেছেন এক সাবেক ব্রাজিল তারকা। ছবি: টুইটার
নেইমারকে ‘নষ্ট ছেলে’ বলেছেন এক সাবেক ব্রাজিল তারকা। ছবি: টুইটার
>

ব্রাজিলের বিশ্বকাপ-ব্যর্থতার জন্য কম মানুষ নেইমারকে দোষ দেননি। এবার সেই তালিকায় নাম লেখালেন নব্বই দশকের ব্রাজিল তারকা নেতো। বিশ্বকাপে ব্রাজিলের বাদ পড়ার জন্য নেইমারকে অভিযুক্ত করে নেতো বলেছেন, নেইমার একজন নষ্ট ছেলে!

১৬ বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর জন্য গত বিশ্বকাপে গিয়েছিল ব্রাজিল। দলের মূল তারকা নেইমার ব্রাজিলকে আরেকটা বিশ্বকাপ এনে দেবেন, এ প্রত্যাশাই ছিল ব্রাজিলের শত-কোটি ভক্ত সমর্থকের। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় নেইমারের ব্রাজিল। এরপর থেকেই অনেকে ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পেছনে নেইমারকে দায়ী করেন। এবার সেই তালিকায় নাম লেখালেন হোসে ফেরেইরা নেতো, নব্বই দশকের ব্রাজিল দলের অন্যতম তারকা যিনি।

নেইমারকে ফুটবলার হিসেবে মানতেই কষ্ট হচ্ছে নেতোর। ফুটবল খেলোয়াড় নন, নেইমার শুধুই একজন তারকা, এমনটাই ভাবছেন নেতো, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির খেলা দেখেছেন? সেভিয়ার বিপক্ষে ওর খেলা দেখেছেন? ৩৩ বছর বয়সে এসে রোনালদো জুভেন্টাসের হয়ে কি করছে দেখছেন? রোনালদো এখন ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার? ও তো কোনো ফুটবলারই না। ও শুধুই একজন তারকা। ও একটা নষ্ট ছেলে। আবার ওকে আপনি কিছু বলতেও পারবেন না কেননা কিছু বলতে গেলেই ওর বাবা রেগে যাবে। ওর মুখের ওপর উচিত কথা বলার সাহস শুধু আমার আর ওয়াল্টার ক্যাসাগান্দ্রের (পোর্তোর হয়ে ইউরোপিয়ান কাপ ও তুরিনোর হয়ে উয়েফা কাপ জেতা সাবেক ব্রাজিল তারকা) আছে।’

ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পেছনেও নেতো দায়ী করেছেন নেইমারকে, ‘আমরা শুধুমাত্র নেইমারের জন্যই বিশ্বকাপটা হারিয়েছি। কারণ ও দেশের হয়ে কিছুই করতে পারে না।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফ্রি-কিক বিশেষজ্ঞ মানা হয় নেতোকে। সব্যসাচী খেলোয়াড় ছিলেন তিনি, আক্রমণভাগের বেশ কয়েকটা জায়গায় খেলতে পারতেন। নব্বইয়ের দশকে ব্রাজিলের হয়ে ১৬ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের কিংবদন্তি তিনি। রোমারিও, দুঙ্গা আর তাফারেলের মতো খেলোয়াড়দের সতীর্থ হয়ে ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে ব্রাজিলের হয়ে রুপা জিতেছিলেন নেতো।

ওদিকে নেইমার মনে করেন ব্রাজিল ব্যর্থ হলেই সমালোচনার তিরটা তাঁর দিকেই বেশি তাক করা হয়, ‘ব্রাজিল হারলে বলতে গেলে আমার ওপরেই সব দোষ চাপানো হয়। আমার মনে হয় আমাকে একটু বেশিই সমালোচনা সহ্য করতে হয় বাকিদের চেয়ে। অবশ্য আমি জানি এমনটাই হবে যে। ক্যারিয়ারজুড়ে তীব্র সমালোচনার তীর সহ্য করে এসেছি আমি, তাই না?’

নেতো যেন নেইমারের এই কথাকেই প্রমাণ করলেন আবার!