ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে সংশয়

ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে সংশয় আছে কোচ স্টিভ রোডসের। ফাইল ছবি
ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে সংশয় আছে কোচ স্টিভ রোডসের। ফাইল ছবি
>

আঙুল ও কবজির চোট নিয়ে হ্যামিল্টন টেস্ট খেলতে পারেননি মুশফিকুর রহিম। ওয়েলিংটনেও তাঁর খেলা নিয়ে সংশয় আছে, জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস

আঙুল ও কবজিতে চোট পাওয়ায় হ্যামিল্টন টেস্টে খেলতে পারেননি মুশফিকুর রহিম। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা অনিশ্চিত। বাংলাদেশ কোচ স্টিভ রোডস জানিয়েছেন, ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে।

ডানেডিনে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় মুশফিকের বুড়ো আঙুলে বল লেগেছিল। আর কবজিতে ব্যথা ছিল আগেই। এই দুই চোট তাঁকে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলতে তো দেয়-ইনি, প্রথম টেস্টেও দলের বাইরে ছিলেন মুশফিক। আশা ছিল চোট কাটিয়ে ফিরবেন ওয়েলিংটনে। ২০১৬-তে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মুশফিক। সাকিব আল হাসানের সঙ্গে গড়েছিলেন ৩৫৯ রানের মহাকাব্যিক জুটি। সাকিব তো চোটের কারণে আগেই নেই, আর এবার সেই মাঠেই সাদা পোশাকে সম্ভবত দেখা যাবে না মুশফিককেও।

নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা মুশফিক আজ নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেছেন। টেনিস ও রাবার বল খেলার পর ক্রিকেট বলেও ব্যাট করেছেন। ক্রিকেট বলের মুখোমুখি হওয়ার পর আঙুল ও কবজির ব্যথা টের পেয়েছেন মুশফিক, জানিয়েছেন রোডস, ‘মুশি ফিট হয়ে ওঠার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাই করছে। আজ ছিল তাঁর প্রথম আসল অনুশীলন। টেনিস বল, রাবার বল ও ক্রিকেট বলের মুখোমুখি হয়েছে। ক্রিকেট বল খেলার সময় সে লিগামেন্টে ব্যথা টের পেয়েছে। যার অর্থ, দ্বিতীয় টেস্টে তার খেলা ভীষণ সংশয়পূর্ণ। এ জন্য রাতারাতি সুস্থ হতে হবে। আমরা সব সময়ই মুশফিকের অপেক্ষায় আছি।’

রোডস এই দুঃসংবাদ শোনানোর পর সুসংবাদও দিয়েছেন মুশফিকের চোট নিয়ে। তৃতীয় টেস্টের আগেই তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশায় বুক বেঁধেছেন রোডস, ‘সুসংবাদ হলো সে তৃতীয় টেস্টে ফেরার (দলে) পথেই আছে। আশা করি এই পথে আর কোনো সমস্যা হবে না।’

তামিম ইকবাল চোট পেয়েছেন কিনা, তা নিয়েও শঙ্কা দানা বেঁধে উঠেছিল। রোডস অবশ্য তামিমের চোটের শঙ্কা উড়িয়ে দিলেন, ‘তামিম আজ হালকা অনুশীলন করেছে। সামান্য ব্যথা আছে। তবে ভালো অবস্থায় আছে। ম্যাচে অনেক ওভার ব্যাট করে দুই শ রান করেছে। তাঁর অবস্থা ভালো।’

অর্থাৎ ওয়েলিংটনে তামিমকে পাওয়া গেলেও মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ দল। সাকিব আল হাসান তো চোটের কারণে এখনো দেশে পড়ে আছেন। যে কারণে হ্যামিল্টনের মতো ওয়েলিংটনেও মুশফিক ও সাকিবের শূন্যতা পূরণে দায়িত্ব নিতে হবে মিডলঅর্ডারে বাকি ব্যাটসম্যানদের। হ্যামিল্টনে বাংলাদেশের প্রথম ইনিংসে সেই দায়িত্ব ব্যাট হাতে অনূদিত হয়নি। দ্বিতীয় ইনিংসে হয়েছে। অর্থাৎ মুশফিকের অনুপস্থিতিতেও মিডলঅর্ডারের ওপর ভরসা রাখা যায়।