তৃতীয় টেস্ট না আইপিএল থেকে শুরু করবেন সাকিব?

দ্রুত সেরে উঠছেন সাকিব। প্রথম আলো ফাইল ছবি
দ্রুত সেরে উঠছেন সাকিব। প্রথম আলো ফাইল ছবি
>চোট থেকে দ্রুত সেরে উঠছেন সাকিব। আজ তো ছোট রানআপে হালকা বোলিংও করলেন। তবে এখনই বলার উপায় নেই, ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে তিনি আসলেই ফিরবেন কি না

বোলিং শুরু করতেই আরও ৩-৪ দিন লেগে যাওয়ার কথা শোনা গিয়েছিল। আপনি দেখি আজই বোলিং শুরু করেছেন! শুনে বিসিবি একাডেমি ভবন থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাকিব আল হাসান এমন দৃষ্টিতে তাকালেন, যার অর্থ—‘আপনি এসব শুনেছেন কার কাছে?’

বাঁ অনামিকায় চোট পাওয়া সাকিব দ্রুতই ফিট হয়ে উঠছেন। দুদিন জিম-রানিং করার পর আঙুলের ব্যান্ডেজও খুলে ফেলেছেন। কাল নিজ আগ্রহে বল হাতে তুলে নিয়েছেন। আজ তো একটু করেও দেখলেন। অবশ্য এটাকে পুরোপুরি বোলিং বলা যায় না। আবাহনীর স্পিনাররা বিসিবি একাডেমি মাঠের যে প্রান্তে বোলিং করছিলেন, সেখানে তিন-চার বার হাত ঘোরালেন। দুই কদম ফেলে আক্ষরিক শুধুই হাত ঘোরানো। একে বোলিং না বলে ‘ড্রিল’ বলাই ভালো। পুরোপুরি বোলিং না হোক, চোট থেকে দ্রুত সেরে উঠছেন, এটা তো ঠিক। যেভাবে এগোচ্ছেন, কোনো সম্ভাবনা আছে ১৬ মার্চ থেকে শুরু ক্রাইস্টচার্চ টেস্টে খেলার? সাকিব খানিকক্ষণ চুপ থাকলেন। এর পর অনুমিত উত্তরটাই দিলেন, ‘এটা নিয়ে কিছু বলতে চাই না।’

আসলে বলার মতো সময়ও হয়নি। ১২ মার্চে সাকিবের আরেকটা এক্স-রে করা হবে। এক্স-রের রিপোর্টে যদি দেখা যায় আঙুলের চিড়টা সেরে গেছে, তবে সাকিব ব্যাট হাতে নিতে পারবেন। এখন তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং ও ফিল্ডিং করা। ব্যথা কমলেও উইকেটের চারদিকে ইচ্ছেমতো শট খেলা ও কঠিন ক্যাচ ধরার মতো অবস্থা এখনো তাঁর হয়নি। এটি হলে তবেই বলা যাবে সাকিব ম্যাচ খেলতে পারবেন। কিন্তু আগামী ১০ দিনে সেটি হবে কি না, ঘোর সংশয় আছে। শেষ পর্যন্ত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা না-ই হয়, তবে এ অলরাউন্ডার মাসের শেষে আইপিএল দিয়েই মাঠে ফিরবেন।

আইপিএলের আগে আজই অবশ্য ভারতে যাওয়ার কথা সাকিবের। এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভা হবে বেঙ্গালুরুতে। সাকিব এমসিসি সভায় আদৌ যোগ দেবেন কি না, সেটি বিকেলেও নিশ্চিত হওয়া যায়নি।