বিসিবি শুধু সাকিবের সুস্থ হওয়া নিয়েই ভাবছে

রানিং করছেন সাকিব। ছবি: তানভীর আহমেদ
রানিং করছেন সাকিব। ছবি: তানভীর আহমেদ
>সাকিব কবে ফিরবেন, সেটি নিয়ে ভাবছেন না বিসিবির নির্বাচকেরা। বাঁহাতি অলরাউন্ডার কবে শতভাগ ফিট হবেন, তাঁদের ভাবনা শুধু এটা নিয়েই

কন্যা আলায়নাকে নিয়ে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন সাকিব আল হাসান। ড্রেসিংরুমে খানিকটা সময় কাটিয়ে গেলেন বিসিবির জিমনেশিয়ামে। সেখান থেকে একাডেমি মাঠে, করলেন অনেকক্ষণ রানিং। তবে এখন নয়, সাকিবের ফিটনেস নিয়ে বিসিবির চিকিৎসক-ফিজিওরা বলতে পারবেন ১২ তারিখে এক্স-রে রিপোর্ট দেখার পর।

কদিন ধরে একটা প্রশ্ন ঘুরেফিরে আসছে, সাকিব কবে থেকে মাঠে ফিরবেন? আগামী শনিবার শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বাঁহাতি অলরাউন্ডারকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সব ঠিক থাকলে শতভাগ ফিট হয়ে এ মাসের শেষে শুরু আইপিএল থেকেই হয়তো শুরু করবেন সাকিব। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এ সদস্য কবে থেকে শুরু করবেন, সেটি নিয়ে অবশ্য চিন্তিত নন হাবিবুল বাশার। বিসিবির এ নির্বাচক শুধু সাকিবের ফিট হওয়া নিয়েই ভাবছেন, ‘১০-১৫ বছর হয়ে গেছে সাকিব বাংলাদেশ দলে খেলছে। এখানে আইপিএল বা তৃতীয় টেস্ট থেকে শুরু করার বিষয় না। এটা ফিটনেসের বিষয়। ও খেলার জন্য কতটুকু প্রস্তুত, সেটা আগে দেখতে হবে। এখান আইপিএল বা তৃতীয় টেস্ট (নিউজিল্যান্ডের বিপক্ষে) আমাদের মাথায় নেই। ওর সুস্থ হয়ে ওঠাই আমাদের কাছে মূল বিষয়। সে যদি তৃতীয় টেস্ট খেলার মতো ফিট থাকে, তাহলে খেলবে। আর যদি আইপিএলে খেলার মতো ফিট হয়, তাহলে আইপিএল খেলবে। এসব নিয়ে চিন্তা করছি না। তাঁর সুস্থতাই আমাদের কাছে মূল বিষয়।’

চোটে পড়ায় সাকিব নিউজিল্যান্ডে যেতেই পারেননি। মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল চোটে পড়েছেন সিরিজ চলাকালে। এবারের নিউজিল্যান্ড সফরও তাই বাংলাদেশ দল কাটাচ্ছে চোট-জর্জর অবস্থায়। তবে নির্বাচক হাবিবুল বাশার বিষয়টিকে দেখছেন একটু অন্যভাবে। নিউজিল্যান্ডে গিয়ে খেলোয়াড়েরা চোটে পড়লেও বিশ্বকাপে চোটমুক্ত দল নিয়ে যেতে পারাটাই তাঁর কাছে আসল, ‘আশা করছি বিশ্বকাপে চোট আমাদের অতটা ভোগাবে না। এই সফরটা আমাদের অনেক ভুগিয়েছে। যেহেতু বিশ্বকাপ আমাদের মাথায় ছিল, তাই কার চোটে ঝুঁকি নেওয়া যাবে, কাকে বিশ্রাম দিতে হবে, সেসবও চিন্তা করতে হয়েছে। নিউজিল্যান্ডে আমরা শেষ দুই সফরেও সেরা একাদশ পাইনি। আশা করছি বিশ্বকাপে আমাদের চোট-আঘাত অত ভোগাবে না। চোট নিয়ে দুশ্চিন্তা বিশ্বকাপের আগে থাকবে না। সে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।’

নিউজিল্যান্ড সফরে দলীয় পারফরম্যান্স খারাপ হলেও ছোটখাটো কিছু সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন হাবিবুল, ‘সিরিজটা ভালো না গেলেও ছয়-সাতে সাব্বির রহমান ভালো করেছে, যা ইতিবাচক বিষয়। সবাই কম-বেশি ফর্মে আছে। দলটা মোটামুটি থিতু হয়েছে। আমরা শুধু চাচ্ছি, বিশ্বকাপের সময় সবাই যাতে সুস্থ থাকে এবং তাদের সেরা ফর্ম নিয়ে বিশ্বকাপে যেতে পারে।’