বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন গম্ভীর?

রাজনীতির মাঠে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন গম্ভীর? ছবি: এএফপি
রাজনীতির মাঠে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন গম্ভীর? ছবি: এএফপি
>

ক্রিকেট ছাড়ার পর থেকে দেশের রাজনীতি নিয়ে বেশ সরব সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। বেশ কিছু বিষয়ে নিজের শহর দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সমালোচনা করে বিজেপির সুনজরে এসেছেন তিনি। শোনা যাচ্ছে, আসছে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট নিয়ে দাঁড়াতে পারেন তিনি।

সামাজিক ও রাজনৈতিক যেকোনো বিষয়ে গৌতম গম্ভীর সব সময়েই সরব ছিলেন। মাত্রই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই গম্ভীরের কাছে এসব নিয়ে মাথা ঘামানোর সময় এখন অনেক বেশি। সম্প্রতি বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ নিয়ে দিল্লির ক্ষমতাসীন দল ‘আম আদমি পার্টি (এএপি)’র সমালোচনা করেছেন গম্ভীর। ফলে বিজেপির নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। শোনা যাচ্ছে, আসছে লোকসভা নির্বাচনে দিল্লির ছেলে গম্ভীরকে বিজেপির টিকিট দিতে পারেন মোদি।
রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বিজেপির পক্ষ নিলেও আনুষ্ঠানিকভাবে রাজনীতি করার অভিজ্ঞতা নেই গম্ভীরের। বিজেপি তাই চাচ্ছে আগে তাকে দলে টানতে। এ বিষয়ে দিল্লির বিজেপি নেতারা এর মধ্যেই বেশ কয়েকবার বৈঠকে বসেছেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে নিজের শহর দিল্লিতে বিজেপির টিকিট নিয়ে নির্বাচন করতে নামবেন গম্ভীর। যদিও আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নামার কোনো ইচ্ছা নেই বলে আগে জানিয়েছিলেন তিনি। কিন্তু এ সিদ্ধান্ত বদলে যেতে কতক্ষণ! ফলে বলা যায় খুব শিগগিরই মোহাম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদ, নভজোৎ সিং সিধু, চেতন চৌহানদের পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নাম লেখাতে পারেন গম্ভীর।
সম্প্রতি কাশ্মীর হামলায় নিহত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের শিক্ষার ভার নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন গম্ভীর। ক্রিকেট মাঠে অবদান রাখার জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ খেতাব দেওয়া হয়েছে তাঁকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতা অরুণ জেটলির হয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে দিল্লির রাজেন্দ্র নগরের বাসিন্দা এই সাবেক তারকা ক্রিকেটারকে।