ধোনি ছাড়া কোহলি 'অস্থির'

ধোনির ওপর নির্ভরশীল কোহলি! ফাইল ছবি
ধোনির ওপর নির্ভরশীল কোহলি! ফাইল ছবি
>

মহেন্দ্র সিং ধোনির অভাব অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালির সবশেষ ওয়ানডেতে অনুভব করেছেন অধিনায়ক বিরাট কোহলি, বলেছেন বিষেন সিং বেদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। কিন্তু দলের অভিজ্ঞতম এই তারকাকে ছাড়া ভারতীয় দল যে কতটা ছন্নছাড়া, সেটি ভালোমতোই বোঝা গেছে। সাবেক অধিনায়ক বিষেন সিং বেদির মতে, ধোনিকে ছাড়া অধিনায়ক বিরাট কোহলিকে মাঠে ‘দৃশ্যত অস্থির’ মনে হয়েছে।
নিজের কথার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই কিংবদন্তি স্পিনার, ‘আমরা সবাই ধোনিকে খুব মিস করেছি। সে মাঠে অনেকটাই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে। স্টাম্পের পেছনে ওর অনুপস্থিতি সবাই অনুভব করেছে। মানছি ধোনি তরুণ কোনো ক্রিকেটার নয়, কিন্তু তারপরেও দলের তাঁকে প্রয়োজন। দলের ওপর তাঁর প্রভাব অসামান্য। কোহলিও ধোনিকে পাশে প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটিতে ধোনিকে ছাড়া কোহলিকে দৃশ্যত অস্থির লাগছিল। এটা কিন্তু খুব ভালো লক্ষ্মণ নয়।’
বিশ্বকাপের আগে ভারতীয় দলে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ধোনির জায়গায় খেলেছেন ঋষভ পন্ত। তবে বেদি এসবে খুশি নন। তিনি মনে করেন, আপাতত পরীক্ষা ছেড়ে বর্তমানে মনোযোগ দেওয়া উচিত। বিশ্বকাপের বাকি আছে এখনো আড়াই মাস, ‘আমি বর্তমানে বিশ্বাস করি। বিশ্বকাপের এখনো আড়াই মাস বাকি আছে। আমরা আপাতত বর্তমানে থাকি। বিশ্বকাপ নিয়ে গত এক বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে।’
তবে পন্তকে দিয়ে যে রাতারাতি ধোনির অভাব পূরণ করা সম্ভব নয়, সেটি বলেছেন বেদি, ‘পন্ত এখনো অনেক তরুণ। তাঁকে তৈরি করতে হবে। কিন্তু কে নেবে এই দায়িত্ব। দলের সাপোর্ট স্টাফ যারা আছে, তাদেরই কাজটা করতে হবে। পন্ত একই ভুল বারবার করছে। এখনো তাঁকে অনেকটা পথ এগিয়ে যেতে হবে। ক্রিকেট মস্তিষ্কের উন্নতি ঘটাতে হবে। মনে রাখা উচিত, ক্রিকেট খেলার সামর্থ্য থাকলেই ক্রিকেট মস্তিষ্কের উন্নতি হবে, এমনটা ভাবার কোনো কারণে নেই। আপনার প্রচুর ক্রিকেট সামর্থ্য থাকতে পারে, কিন্তু আপনি মাথা খাঁটিয়ে খেলেন না, এতে কোনো লাভ নেই।’