বাংলাদেশি তরুণের কল্পনাকে বাস্তব করলেন মেসি

সুহাসের আঁকা সেই ছবি। ছবি : ফেসবুক
সুহাসের আঁকা সেই ছবি। ছবি : ফেসবুক
>

ছয় বছর আগে লিওনেল মেসির একটা ছবি এঁকেছিলেন বাংলাদেশি তরুণ সুহাস নাহিয়ান। ছয় বছর পর লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলা মেসি ম্যাচের এক বিশেষ মুহূর্তে সেই ছবির মতোই আটকে গেলেন আলোকচিত্রীর ক্যামেরায়!

কিছুদিন আগে লা লিগার এক ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়েছে বার্সেলোনা। বেটিসকে হারানোর সে ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিকে মাতিয়েছেন লিওনেল মেসি। কিন্তু আপনাকে যদি বলা হয়, মেসি বেটিসের বিপক্ষে দুর্দান্ত খেলবেন, সেটা ছয় বছর আগে অনুমান করতে পেরেছিলেন বাংলাদেশের এক তরুণ, কেমন মনে হবে?

ঠিক এমনটিই ঘটেছে। বেটিসের বিপক্ষে ম্যাচের এক বিশেষ মুহূর্তে দেখা গেছে প্রতিপক্ষের বেশ কিছু খেলোয়াড়ের মার্কিং কাটিয়ে দুরন্ত গতিতে বল নিয়ে ছুটে চলেছেন মেসি। জার্সি টেনে ধরে, স্লাইড ট্যাকল করেও মেসিকে আটকাতে পারছেন না সবুজ-সাদা ডোরাকাটা জার্সি পরা বেটিসের খেলোয়াড়েরা।

অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক একইভাবে ছয় বছর আগে মেসিকে কল্পনা করেছিলেন বাংলাদেশের তরুণ সুহাস নাহিয়ান। নিজের সেই কল্পনাকে স্কেচ বুকে ফুটিয়ে তুলেছিলেন বুয়েটের এই স্থপতি। সুহাসের কল্পনাতেও ফুটে উঠেছিল সেই একই অপ্রতিরোধ্য মেসি, যিনি সবুজ-সাদা ডোরাকাটা জার্সিধারী একাধিক খেলোয়াড়ের বাধা পেরিয়ে দুর্দান্ত গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। প্রতিপক্ষের কেউ পেছন থেকে মেসির জার্সি টেনে ধরে তাকে আটকাতে চাইছে, কিংবা কেউ পেছন থেকে মাটিতে স্লাইড ট্যাকল করে মেসির গতিরোধ করতে চাইছে, কিন্তু কেউই কুলিয়ে উঠতে পারছে না মেসির সঙ্গে। সুহাসের কল্পনারই যেন বাস্তব প্রতিফলন করলেন মেসি, ঠিক ছয় বছর পর। সবুজ-সাদা জার্সি পরা রিয়াল বেটিসের খেলোয়াড়দের বিরুদ্ধে। সে ম্যাচের এক মুহূর্তে আলোকচিত্রীর ক্যামেরায় এমন একটি মুহূর্ত ধরা পড়ল, যেটির সঙ্গে ছয় বছর আগে আঁকা সুহাসের ছবির আশ্চর্য মিল!

বেটিসের বিপক্ষে মেসির সেই বিশেষ মুহূর্ত। ছবি : ফেসবুক
বেটিসের বিপক্ষে মেসির সেই বিশেষ মুহূর্ত। ছবি : ফেসবুক

তবে সুহাস পুরো ব্যাপারটিকেই ‘কাকতাল’ হিসেবে দেখছেন, ‘ছবিটা যে আসলেই বেটিসকে নিয়েই আঁকা তা কিন্তু নয়। মেসিকে হাইলাইট করার জন্য ছবিটাতে যেমন রং আর কম্পোজিশন দরকার ছিল বলে মনে হয়েছে, তেমনটাই দিয়েছিলাম। মেসির বার্সেলোনার জার্সি উজ্জ্বল রঙিন। তাই প্রতিপক্ষের জার্সি, মাঠের রং এর সঙ্গে মিলেমিশে একাকার করে দেওয়ার একটা প্রয়াস ছিল। যেন সবকিছুকে মাটিতে মিশিয়ে ছুটে যাচ্ছেন মেসি। নির্দিষ্ট কোনো ক্লাব মাথায় ছিল না।’

শুধু মেসি নয়, সেরা ফুটবলারদের বিশেষ মুহূর্তগুলোকে স্কেচ বুকে ফুটিয়ে তোলার একটা পরিকল্পনা ৬ বছর আগেই নিয়েছিলেন সুহাস, ‘আমি একটা সিরিজ করতে চাচ্ছিলাম ২০১৩ সালের দিকে। ফুটবলের সেরা মুহূর্ত গুলো নিয়ে। যেখানে মেসির ড্রিবল, রোনালদোর হেডার, জাভির টার্ন—এগুলি নিয়ে আঁকব ভেবেছিলাম। মেসি আর বার্সার ভক্ত হিসেবে মেসিরটা দিয়েই শুরু করি।’

বেটিসের বিপক্ষে মেসি, ঠিক যেন সুহাসের আঁকা সেই ছবির মত! ছবি : সুহাসের ফেসবুক থেকে নেওয়া
বেটিসের বিপক্ষে মেসি, ঠিক যেন সুহাসের আঁকা সেই ছবির মত! ছবি : সুহাসের ফেসবুক থেকে নেওয়া

কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের ব্যস্ততায় বাকিগুলো নিয়ে আর তেমন কাজ করতে পারেননি সুহাস, ‘পরে ব্যস্ততায় বাকিগুলো স্কেচ বুকেই রয়ে যায়।’
এই মাসের ১৮ তারিখে নিজের ফেসবুক টাইমলাইনে সুহাস জানিয়েছিলেন এই বিশেষ ঘটনার কথা, ‘ছয় বছর আগে একটা জিনিস এঁকেছিলাম। ফুটবল দেবতাদের কল্যাণে গত রাতে আমার সেই কল্পনা বাস্তব হয়েছে।’