ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ কখন

মেসি আবার জাতীয় দলের অনুশীলনে। ছবি: এএফপি
মেসি আবার জাতীয় দলের অনুশীলনে। ছবি: এএফপি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির খেলা দেখতে চান? শিগগিরই আবার সেই সুযোগ পেয়ে যাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা। আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে লাতিন প্রতিবেশী ভেনেজুয়েলার। এই প্রীতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আবার জাতীয় দলে ফিরবেন ক্লাবের হয়ে ফর্মের তুঙ্গে থাকা লিওনেল মেসি। পরদিন, ২৩ মার্চ বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে ব্রাজিল। প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পানামা।

অনুশীনেই কড়া ট্যাকল! জেসুস বল দখলে বেশ মরিয়া। ছবি: এএফপি
অনুশীনেই কড়া ট্যাকল! জেসুস বল দখলে বেশ মরিয়া। ছবি: এএফপি

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই দুটি করে প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনার পরের ম্যাচ ২৬ মার্চ দিবাগত রাত ১টায়, প্রতিপক্ষ মরোক্কো। ওই দিনই রাত ১টা ৪৫ মিনিট ব্রাজিল মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।

ব্রাজিল-আর্জেন্টিনার প্রথম দুটি প্রীতি ম্যাচ বাংলাদেশে দেখা যায় এমন চ্যানেলে দেখা যাবে না। ফলে খেলা দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটই ভরসা।

ম্যাচ

তারিখ

সময়

জাপান-কলম্বিয়া

২২ মার্চ

বিকেল ৪টা ২০

উজবেকিস্তান-উরুগুয়ে

২২ মার্চ

বিকেল ৫টা ৩৫

আর্জেন্টিনা-ভেনেজুয়েলা

২২ মার্চ

রাত ২টা

মেক্সিকো-চিলি

২৩ মার্চ

সকাল ৮টা ১৫

ব্রাজিল-পানামা

২৩ মার্চ

রাত ১১টা

দক্ষিণ কোরিয়া-কলম্বিয়া

২৬ মার্চ

বিকেল ৫টা

মরোক্কো-আর্জেন্টিনা

২৬ মার্চ

রাত ১টা

চেক প্রজাতন্ত্র-ব্রাজিল

২৬ মার্চ

রাত ১টা ৪৫

মেক্সিকো-প্যারাগুয়ে

২৭ মার্চ

সকাল ৮টা