নেইমারের অভাব পোড়াচ্ছে ব্রাজিলকে?

চোটের কারণে মাঠের বাইরে নেইমার। তাঁকে ছাড়াই দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এই দুই ম্যাচে নেইমারের অভাব ভোগাবে ব্রাজিলকে, মনে করছেন দলের আরেক উইঙ্গার রিচার্লিসন।
চোটের কারণে মাঠের বাইরে নেইমার। তাঁকে ছাড়াই দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এই দুই ম্যাচে নেইমারের অভাব ভোগাবে ব্রাজিলকে, মনে করছেন দলের আরেক উইঙ্গার রিচার্লিসন।

আজ রাতে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। চোটে পড়ার কারণে ম্যাচটা খেলতে পারছেন না নেইমার। নেইমারের অভাব কি ভোগাবে ব্রাজিলকে? এভারটনের ব্রাজিলিয়ান উইঙ্গার রিচার্লিসনের দাবি মানলে সেটাই হবে বলে মনে হচ্ছে।

দলে ডাক পাওয়া এভারটনের এই উইঙ্গার বুঝতে পারছেন দলে নেইমার থাকার গুরুত্ব, ‘আমরা নেইমারের অভাব অনুভব করছি। সে অসাধারণ একজন খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড়, যে খেললে কঠিন খেলা সহজ হয়ে যায়। ওর অভাবকে পূরণ করতে হবে আমাদের।’ বলা যায়, নেইমারের দায়িত্ব পালন করার জন্যই ব্রাজিল দলে রিচার্লিসনকে ডেকেছেন কোচ তিতে। কিন্তু রিচার্লিসন নিজে নেইমারের জায়গায় খেলার জন্য কতটুকু প্রস্তুত?

রিচার্লিসন ইতিবাচকই ভাবছেন, ‘আমি প্রস্তুত। দলে যারা আছে, তারা সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে বোঝে। আমার মনে হয় আমি আমি যদি খেলতে যাই, আমি সেভাবেই খেলব যেভাবে খেললে আমার দল জেতে। জাতীয় দলে যখন খেলতে এসেছি, আমার একটাই লক্ষ্য ছিল। প্রতি ম্যাচে গোল করা। আমি এমন একজন খেলোয়াড় যে কি না সব সময় গোল করতে চায়। আমাকে জাতীয় দলে ডাকাই হয়েছে গোল করার জন্য, কেননা আমি আমার ক্লাবের হয়ে নিয়মিত গোল করছি। আমিও এটাই চাই, জাতীয় দলের হয়ে গোল করতে। জাতীয় দলের শীর্ষ গোলদাতা হতে চাই আমি।’

দেখা যাক, উদ্যমী রিচার্লিসনের পিঠে সওয়ার হয়ে নেইমারহীন ব্রাজিল আজ পানামার বিপক্ষে কেমন খেলতে পারে। ম্যাচটা আজ রাত এগারোটায় শুরু হবে। বাংলাদেশের কোনো চ্যানেলে এই ম্যাচটা দেখা যাবে না। ফলে ইন্টারনেটই ভরসা।