এখনো 'বাস পার্ক' করে ইউনাইটেড!

সুলশারের অধীনেও রক্ষণাত্মক খেলে ইউনাইটেড? ফাইল ছবি
সুলশারের অধীনেও রক্ষণাত্মক খেলে ইউনাইটেড? ফাইল ছবি
>হোসে মরিনহো ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড ওলে গুনার সুলশারের অধীনে আক্রমণাত্মক ফুটবল খেলছে—এ কথা মানতে নারাজ সাবেক ইউনাইটেড কোচ লুইস ফন গাল। তিনি মনে করেন এখনো ‘বাস পার্ক’ই করে যাচ্ছে তাঁর সাবেক দল। মরিনহোর সঙ্গে সুলশারের পার্থক্যটা হচ্ছে সুলশার জিতছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বদলে গেছে। জানুয়ারির আগের ইউনাইটেড আর পরের ইউনাইটেডে এখন অনেক তফাৎ। হোসে মরিনহোর অধীনে প্রাণহীন ফুটবলের সঙ্গে ওলে গুনার সুলশারের ফুটবলের অনেক পার্থক্য দেখা যাচ্ছে। অন্তত দলটির ফুটবলাররা এখন ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ম্যানেজারের জন্য খেলার চেষ্টা করেন। পুরোনো ইউনাইটেড ফিরছে, এ রব উঠছে ভালোভাবেই। কিন্তু আরেক প্রাক্তন কোচের কথা অনুযায়ী কিছুই নাকি বদলায়নি ইউনাইটেডে। এখনো নাকি রক্ষণাত্মক ফুটবলই খেলে রেড ডেভিলরা।

মরিনহোকে বরখাস্ত করার পর সুলশারের অধীনে সাফল্য পাচ্ছে ইউনাইটেড। পিএসজির বিপক্ষে ঐতিহাসিক এক জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেছে তারা। লিগের সেরা চারের দৌড়ে আবার ফিরে এসেছে। এমন সব সাফল্যে পরের মৌসুমের জন্যও সুলশারকে রেখে দেওয়ার চিন্তা করছে ইউনাইটেড। অনেক সাবেক ইউনাইটেড কিংবদন্তিই বলছেন সুলশারের অধীনে আক্রমণাত্মক ফুটবলে ফিরেছে তারা। তবে লুইস ফন গাল বলছেন উল্টো কথা। তাঁর দাবি ইউনাইটেড এখনো বিরক্তিকর রক্ষণাত্মক ফুটবলই খেলে, যেমনটা খেলাতেন মরিনহো, ‘আমার পরে যে কোচ হয়েছিল (মরিনহো), সে “পার্ক-দ্য-বাস” ট্যাকটিকস নিয়েছিল এবং প্রতি আক্রমণ করে খেলত। এখন আরেকজন কোচ (সুলশার) এসেছে, সেও “বাস পার্ক” করে এবং প্রতি আক্রমণে খেলে। মরিনহো আর সুলশারের মধ্যে একটাই পার্থক্য সুলশার জিতছে।’

দুজনের ট্যাকটিকস একই বললেও সুলশারের অবদান উড়িয়ে দিচ্ছেন না ফন গাল, ‘আমি ওখানে নেই তবে এখন ক্লাবের আবহাওয়া আগের তুলনায় ভালো মনে হচ্ছে। এটাও সত্যি যে সুলশার পল পগবার মাঠের পজিশন বদলেছে এবং এমন জায়গায় পাঠিয়েছে যেখানে সে বেশি গুরুত্বপূর্ণ।। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এখন যেভাবে খেলছে সেটা ফার্গুসনের দলের মতো না। এটা রক্ষণাত্মক, প্রতি আক্রমণনির্ভর ফুটবল। আপনার যদি ভালো লাগে তো ভালো। যদি আপনার মনে হয় আমার একঘেয়ে আক্রমণাত্মক ফুটবলের চেয়ে এটা বেশি চিত্তাকর্ষক, ঠিক আছে। কিন্তু আমার কাছে তা সত্য নয়।’

সমালোচনা করলেও সুলশারের অধীনে যে ইউনাইটেডের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে সেটা স্বীকার করেছেন ফন গাল। তবে এতেও মরিনহোর অবদান খুঁজে পাচ্ছেন ইউনাইটেডের সাবেক কোচ, ‘সুলশার এখন পর্যন্ত দুইবার হেরেছে এবং ওকে এটা সামলাতে হবে। ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিত করতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ইউনাইটেড। আমি যখন ম্যানেজার ছিলাম তখনো। তবে ওরা চ্যাম্পিয়নস লিগও জিততে পারে কারণ ওরা রক্ষণাত্মক খেলে এবং ওদের হারানো খুব কঠিন। আপনি পছন্দ করুন আর না করুন এটাও মরিনহোর অবদান।’