রোনালদো আয়ে মেসিকে ছুঁতে পারলেন কোথায়?

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
>ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ফুটবলার ও কোচদের আয়ের তালিকা প্রকাশ করেছে

রিয়াল মাদ্রিদে থাকাকালীন লিওনেল মেসির চেয়ে কম বেতন পাওয়াটা ভালো লাগেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। এ নিয়েই মূলত রিয়াল মাদ্রিদ সভাপতি আর রোনালদোর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। কিন্তু আয়ে মেসিকে ছুঁতে পারলেন কোথায়?

ফরাসি দৈনিক ‘লেকিপে’ এর আগে মেসি-রোনালদোদের বেতন কাঠামোর তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় শীর্ষস্থানীয় মেসির পরেই ছিলেন রোনালদো। এবার দেশটির সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রকাশিত তালিকাতেও দেখা যাচ্ছে রোনালদোর অবস্থানের পরিবর্তন ঘটেনি। আয়ে সেই মেসির পেছনেই রয়েছেন রোনালদো। তবে কোচদের মধ্যে আয়ে শীর্ষস্থান দখল করে চমকে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। বেতন-বোনাস এবং অন্যান্য আয়ের উৎস মিলিয়ে এক মৌসুমের হিসেবটি করেছে ফ্রান্স ফুটবল।

আয়ে শীর্ষ পাঁচ ফুটবলার:

খেলোয়াড়

ক্লাব

  আয় (ইউরো)

    আয় (টাকায়)

লিওনেল মেসি

বার্সেলোনা

১৩০ মিলিয়ন

১২২৯ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার প্রায়

ক্রিস্টিয়ানো রোনালদো

জুভেন্টাস

১১৩ মিলিয়ন

১০৬৯ কোটি ১৫ লাখ ২৩ হাজার প্রায়

নেইমার

পিএসজি

৯১.৫ মিলিয়ন

৮৬৫ কোটি ৭২ লাখ ৯৫ হাজার প্রায়

আঁতোয়ান গ্রিজমান

অ্যাটলেটিকো মাদ্রিদ

৪৪.৫ মিলিয়ন

৪২১ কোটি ৩ লাখ ৭৮ হাজার প্রায়

গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদ

৪০.২ মিলিয়ন

৩৮০ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার প্রায়

আয়ে শীর্ষ পাঁচ কোচ:

      কোচ

        ক্লাব

 আয় (ইউরো)

      আয় (টাকায়)

ডিয়েগো সিমিওনে

অ্যাটলেটিকো মাদ্রিদ

৪১.২ মিলিয়ন

৩৮৯ কোটি ৮১ লাখ ৪৮ হাজার প্রায়

হোসে মরিনহো

(সাবেক) ম্যানচেস্টার ইউনাইটেড

৩১ মিলিয়ন

২৯৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার প্রায়

থিয়েরি অঁরি

(সাবেক) মোনাকো

২৫.৫ মিলিয়ন

২৪১ কোটি ২৬ লাখ ৮৯ হাজার প্রায়

পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটি

২৪.১ মিলিয়ন

২২৮ কোটি ২ লাখ ২৭ হাজার প্রায়

আর্নেস্তো ভালভার্দে

বার্সেলোনা

২৩ মিলিয়স

২১৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার প্রায়