টিকটক ভিডিওতে ইয়াসির, টনক নড়ল পিসিবির

>

ভারতীয় বংশোদ্ভূত এক নারীর সঙ্গে টিকটক ভিডিওতে অংশ নিয়ে বিতর্ক ছড়ালেন ইয়াসির শাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দলীয় শৃঙ্খলা ভেঙেছিলেন উমর আকমল। কারও অনুমতির তোয়াক্কা না করে ছেড়েছিলেন টিম হোটেল। কনসার্ট দেখে ফিরেছিলেন গভীর রাতে। ইয়াসির শাহ অবশ্য আকমলের পথে হাঁটেননি। পাকিস্তানের এই লেগ স্পিনার নিজেই বলিউডের একটি গানে ঠোঁট মিলিয়েছেন এক তরুণীর সঙ্গে ভিডিও অ্যাপ টিকটকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইয়াসিরকে আপাতত মৌখিকভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের জন্য কিছু ‘আচরণবিধি’ তৈরি করছে পিসিবি।

ভারতীয় বংশোদ্ভূত নারী ভক্তের সঙ্গে ইয়াসির শাহ। ছবি: সংগৃহীত
ভারতীয় বংশোদ্ভূত নারী ভক্তের সঙ্গে ইয়াসির শাহ। ছবি: সংগৃহীত

ইয়াসির এই ভিডিও নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছেন পিসিবিকে। দুবাইয়ে এক মলে তাঁকে এক নারী ভক্ত নাকি ‘নাছোড়বান্দার মতো টিকটক ভিডিওতে অংশ নিতে বাধ্য করেছে।’ তবে ইয়াসির ঠিক কোন ধরনের শৃঙ্খলাভঙ্গ করেছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি পিসিবি। বোর্ডের এক কর্মকর্তার বক্তব্য, ‘সামাজিক যোগাযোগমাধ্যম যেমন— ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো নেটওয়ার্ক অপব্যবহারের কুফল খেলোয়াড়েরা বুঝতে পারছে না এবং পিসিবি এ নিয়ে চিন্তাগ্রস্ত। ইয়াসির মনে করিয়ে দিল তাঁর বেখেয়ালি আচরণ ব্যবহার করে অন্য কেউ বদনাম রটাতে পারে।’

সংবাদমাধ্যম জানিয়েছে ইয়াসিরের সেই ‘নারী ভক্ত’ ভারতীয় বংশোদ্ভূত। ভিডিও ছাড়ার পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের কোচ মিকি আর্থার লাহোরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইয়াসির নিজের ভুল বুঝতে পেরেছে। পিসিবি বেশ আগে থেকেই তাঁদের তারকা খেলোয়াড়দের বিতর্কের বাইরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। বিশ্বকাপে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধি-নিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

এ ছাড়া হোটেল কক্ষে কাউকে আনা যাবে না, অপরিচিত কারও উপহার নেওয়া যাবে না, হোটেলের বাইরে গেলে অবশ্যই টিম ম্যানেজার এবং নিরাপত্তাপ্রধানকে জানাতে হবে আর কোনো ব্যক্তিগত পার্টিতে যাওয়া চলবে না। বিশ্বকাপে খেলোয়াড়দের ওপর এমন কড়া বিধি-নিষেধ আরোপ করার কথা ভাবছে পিসিবি। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির মতো বিশ্বকাপে কোনো বিতর্কে জড়িয়ে পড়ুক খেলোয়াড়েরা, বোর্ড তা কোনো অবস্থাতেই চায় না।’

ইয়াসির শাহর টিকটক ভিডিওতে অংশ নেওয়ার ভিডিও লিংক: