নিষিদ্ধ ড্রাগ নিয়ে বিশ্বকাপ থেকে বাদ হেলস

বিশ্বকাপের দল থেকে আপাতত বাদ পড়েছেন হেলস। ছবি: এএফপি
বিশ্বকাপের দল থেকে আপাতত বাদ পড়েছেন হেলস। ছবি: এএফপি

ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু কারণটা যে ব্যক্তিগত নয়, নিষিদ্ধ ওষুধসংক্রান্ত, সেটা জানা গেছে দুদিন আগে। নিয়মিত পরীক্ষায় হেলসের নমুনায় নিষিদ্ধ বস্তু মিলেছে। প্রথমে মাত্র ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হলেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আরও কঠোর হয়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে এই ওপেনারকে।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, হেলসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস ও নির্বাচকদের প্রধান এড স্মিথ। দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের মধ্যে সঠিক পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় কোনো ব্যাপারে মনোযোগে ব্যাঘাত না আনার জন্য এবং এত গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাফল্য পাওয়ার পরিবেশ এনে দেওয়া নিশ্চিত করা হয়েছে।’

শুক্রবারে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে খেলার কথা আছে ইংল্যান্ডের। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দল। কিন্তু বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গে এসব ম্যাচ থেকেও ছিটকে গেছেন হেলস।

এ ব্যাপারে জাইলস বলেছেন, ‘এ সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক সময় ধরে ভাবা হয়েছে। আমরা ইংল্যান্ড দলের চারপাশে সুস্থ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি এবং দলের জন্য কিসে ভালো হবে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। তাদের মনোযোগে সমস্যা হয়—এমন কিছু থেকে দূরে থাকতে এবং মাঠে সফল হওয়ার জন্য মনোযোগ ধরে রাখতে সবকিছু করা হচ্ছে। আমি নিশ্চিত করে বলছি, ইংল্যান্ডের হয়ে এখানে ক্যারিয়ার শেষ হচ্ছে না হেলসের। ইসিবি এবং পিসিএ হেলসকে সহযোগিতা করে যাবে। ওর কাউন্টি দল নটিংহামশায়ারের সঙ্গে যৌথভাবে ওকে যেভাবে সম্ভব সব সহযোগিতা দেওয়া হবে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ও যেন সম্ভাবনা পূর্ণ করতে পারে, সে চেষ্টা করব।’

২০১৯ বিশ্বকাপের ১৫ জনের দলে সুযোগ পাওয়া হেলসের পরিবর্তে কাকে ডাকা হবে, সেটা দ্রুত জানিয়ে দেবে ইসিবি।