সাকিবের হাতে এল দ্বিতীয় সাফল্য

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি

২০১৭ সালে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে রান উৎসবে মেতেছিল বাংলাদেশ দল। প্রতিপক্ষের দিকে বাংলাদেশ ছুড়ে দিয়েছিল ৩৯৫ রানের বিশাল লক্ষ্য। ম্যাচটাও বাংলাদেশ জিতেছিল ১৯৯ রানের বিশাল ব্যবধানে। এবার যে তা হচ্ছে না, সেটি নিশ্চিত হয়ে গেল টসের সঙ্গে সঙ্গে। ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ দল আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড ‘এ’) বিপক্ষে। ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক দল।

টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দল নতুন বল তুলে দিয়েছে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের দিকে। আইরিশ ওপেনার জ্যাক টেকটরকে (১৫) মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে শুভ সূচনা করেছেন রুবেল। চতুর্থ বোলার হিসেবে আক্রমণে আসা সাকিব আল হাসানের হাত ধরে দল পেয়েছে দ্বিতীয় সাফল্য। তাঁর বলে লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনে নামা ব্যাটসম্যান জেমস শ্যানন (২৫ বলে ১৮ রান)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান।

৫ ওভার বল করে ২৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন রুবেল। ৪ ওভার বল করে মাত্র ৯ রানেই ১ উইকেট সাকিবের। ৫ ওভারে ২৮ রান দিয়ে উইকেট শূন্য তাসকিন আহমেদ। তাসকিনের মতোই শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া ফরহাদ রেজাও এখনো পর্যন্ত উইকেটশূন্য। ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন রেজা। আইরিশ ওপেনার জেমস ম্যাককলাম অপরাজিত আছেন ৪৫ রানে। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৯টি চার।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।