বাংলাদেশকে হতাশায় পোড়াচ্ছেন হোপ

ভালো বোলিং করছেন সাকিব। ছবি: সংগৃহীত
ভালো বোলিং করছেন সাকিব। ছবি: সংগৃহীত

সুনীল আমব্রিসকে আউট করে মেহেদী হাসান মিরাজের উদযাপন হলো দেখার মতো। উইকেট পাওয়ার আনন্দ তো থাকেই। তবে মিরাজের উচ্ছ্বাসটা গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেওয়ার। আজও ভালো শুরু এনে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তবে আগের ম্যাচের মতো সেটি দুর্দান্ত হয়নি। ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভেঙেছে ৮৯ রানে।

মিরাজের বলে ৩৮ রান করা আমব্রিস আউট হওয়ার পরপরই সাকিব আল হাসান ফিরিয়ে দিয়েছেন ড্যারেন ব্রাভোকে (১)। ১ রানের মধ্যে ২ উইকেট ফেলে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন সাকিব-মিরাজ। দুই স্পিনারই যা একটু চাপ দিয়ছেন ওয়েস্ট ইন্ডিজকে। ৩৩ ওভারে ৪.৮ রানরেটে ক্যারিবীয়দের রান ২ উইকেটে ১৫৯। উইকেট অবশ্য আরও একটি পড়তে পারত যদি ২৭.২ ওভারে সাকিবের বলে চেজের ক্যাচটা উইকেটের পেছনে মুশফিক গ্লাভসে আটকাতে পারতেন।

উইকেট জমিয়ে রেখে স্লগ ওভারে চড়াও হবে, এ পরিকল্পনায় এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ-সাকিবের পাশাপাশি পেসারদের বিশেষ করে মোস্তাফিজুর রহমানের জ্বলে ওঠা ভীষণ দরকার। আজ বেশ খরুচে বোলিং করেছেন বাঁহাতি পেসার। ৫ ওভারে দিয়ে ফেলেছেন ৪২ রান।

বাংলাদেশকে যেন প্রিয় প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন শাই হোপ! গত ডিসেম্বরে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হারলেও হোপ ছিলেন দুর্দান্ত। ৪৩, ১৪৬*, ১০৮*—অসাধারণ তিন ইনিংসের পর এই ত্রিদেশীয় সিরিজেও দ্যুতি ছড়াচ্ছেন ক্যারিবীয় ওপেনার। আগের ম্যাচে আইরিশদের বিপক্ষে ১৭০ রানের পর আজও এগোচ্ছেন সেঞ্চুরির পথে। উইন্ডিজ ওপেনার অপরাজিত ৯০ রানে। এর মধ্যে ভেঙে দিয়েছেন ভিভ রিচার্ডসের একটি রেকর্ড। কিংবদন্তি রিচার্ডসকে ছাড়িয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে দ্রুততম ২০০০ রানের রেকর্ডটি এখন হোপের। ২০০০ রান করতে রিচার্ডসের লেগেছিল ৪৮ ইনিংস, হোপের লাগল সেখানে ৪৭টি।