ফাইনালের পথে কে এগিয়ে, বার্সেলোনা না লিভারপুল?

লিভারপুলের সব ভার আজ মানের কাঁধে। ছবি: এএফপি
লিভারপুলের সব ভার আজ মানের কাঁধে। ছবি: এএফপি

ফাইনালে উঠতে হলে লিভারপুলকে একপ্রকার অসম্ভবকে সম্ভব করতে হবে। বার্সেলোনার মাঠ থেকে যে প্রথম লেগের ম্যাচটা ৩-০ গোলে হেরে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। আজ বার্সেলোনার বিপক্ষে করতে হবে অন্তত ৪ গোল। সে সঙ্গে মেসি সমৃদ্ধ আক্রমণভাগকেও আটকে রাখতে হবে।

লিভারপুল


অ্যানফিল্ডে স্প্যানিশ প্রতিপক্ষের সঙ্গে খেলা ১৭ ম্যাচের মাত্র ৫টিই জিতেছে লিভারপুল (৭টি ড্র, ৫টি হার)। তবে সর্বশেষ ৫ ম্যাচের ৩টিরই জয়ী দল অলরেডরা।


দ্বিতীয় লেগ নিজেদের মাঠে—চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এমন ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে লিভারপুল। এর মধ্যে আছে সর্বশেষ ৬টি ম্যাচও।


ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ ১৩ ম্যাচের ৬টিতে হেরেছে লিভারপুল। সবকটি হারই ইংল্যান্ডের বাইরে। তবে বাকি ৭ ম্যাচের ৪টিতে জয়, ১টি ড্র।

২১
২০১৪ সালের ২২ অক্টোবর রিয়ালের কাছে ৩-০ গোলে হারার পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে টানা ২১ ম্যাচে অপরাজিত লিভারপুল।

বার্সেলোনা


সেমিফাইনালে বার্সেলোনার ৮টি হারের ৩টিই ইংলিশ প্রতিপক্ষের কাছে। শেষ চারে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে জয় মাত্র ১টি।


বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে তাদের সর্বশেষ ৩টি সেমিফাইনালের অ্যাওয়ে লেগে হেরেছে।


দ্বিতীয় লেগ প্রতিপক্ষের মাঠে—চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের এমন ১২টি ম্যাচের ৮টিতেই হেরেছে বার্সেলোনা। সর্বশেষ ৪ ম্যাচে ৩টি হার।

একমাত্র
চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ২২ ম্যাচে মাত্র ১টিতেই হেরেছে বার্সেলোনা। সেটি গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমার কাছে। ৩-০ গোলের ওই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল বার্সা।

দলের খবর

লিভারপুল
* বার্সেলোনার মাঠে প্রথম লেগে কুঁচকিতে চোট পেয়েছেন নাবি কেইটা। আজ তাঁর খেলা হচ্ছে না। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে তাই মাঝমাঠ সাজাতে হবে জর্জিনো ভাইনালডাম, ফাবিনহো ও জর্ডান হেন্ডারসনকে দিয়ে।
* খেলতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। সংশয় আছে অ্যাডাম লালানার খেলা নিয়েও।
* নিউক্যাসলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পাওয়া মোহামেদ সালাহর খেলা হচ্ছে না।

বার্সেলোনা
* সেল্টা ভিগোর কাছে লিগে হেরে যাওয়া সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উসমান ডেম্বেলে। আজ খেলা হচ্ছে না তাঁর।
* শঙ্কা আছে রাফিনহার খেলা নিয়েও।
* কোচ আর্নেস্তো ভালভার্দে হয়তো প্রথম লেগে ৩-০ গোলে জেতা ম্যাচের একাদশ অপরিবর্তিত রাখবেন।

লিভারপুল কোচ, ইয়ুর্গেন ক্লপ
বিশ্বের সেরা স্ট্রাইকারদের দুজনকে পাচ্ছি না। আর ৯০ মিনিটের মধ্যে ফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের ৪ গোল করতে হবে। পারলে সেটা হবে অসাধারণ ব্যাপার।


বার্সেলোনা কোচ, আর্নেস্তো ভালভার্দে
লিভারপুল এমন একটি দল, যারা প্রতিপক্ষকে ভোগাতে পারে। আর গত বছর কোয়ার্টার ফাইনালে তিন গোলে এগিয়ে থেকেও আমরা বাদ পড়েছিলাম।