আর্সেনাল-ভ্যালেন্সিয়া ম্যাচের হাইলাইটস দেখুন এখানে

অবামেয়াংয়ের হ্যাটট্রিকে ভর করে ফাইনালে গেল আর্সেনাল। ছবি: এএফপি
অবামেয়াংয়ের হ্যাটট্রিকে ভর করে ফাইনালে গেল আর্সেনাল। ছবি: এএফপি
>

উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তালায় ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলের অগ্রগামিতা ধরে রেখে ফাইনালে উঠেছে উনাই এমেরির দল।

ইউরোপা লিগের ফাইনালে ওঠা যেন আর্সেনাল কোচ উনাই এমেরির কাছে কোনো ব্যাপারই না। এর আগে গত ছয় বছরে সেভিয়াকে টানা তিনবার ইউরোপার ফাইনালে নিয়ে গিয়ে শিরোপা জিতিয়েছেন। এবার ইউরোপার ফাইনালে নিয়ে গেলেন আর্সেনালকে, নিজের সাবেক ক্লাব ভ্যালেন্সিয়ার মন ভেঙে। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে জেতার পর দ্বিতীয় লেগে ৪-২ গোলের জয় পেয়েছে আর্সেনাল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলের অগ্রগামিতা ধরে রেখে ফাইনালে পৌঁছেছে তারা। ফাইনালে আরেক ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে এমেরির দল।

আগের দুই দিন লিভারপুল আর টটেনহামের ‘কামব্যাক’ দেখে অনুপ্রাণিত হয়েই কি না, ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া ফরাসি স্ট্রাইকার কেভিন গ্যামেরোর কল্যাণে। এরপরেই শুরু হয় ‘অবামেয়াং-শো’। ম্যাচের ১৭ মিনিটে নিজের প্রথম গোল করেন। ৫০ মিনিটে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেটে। এর একটু পরেই গ্যামেরো আরেকটি গোল করে সমতায় ফেরান ভ্যালেন্সিয়াকে। পরে আরও দুটি গোল করে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি ভ্যালেন্সিয়ার ‘কামব্যাক’ করার আশায় পানি ঢেলে দেন অবামেয়াং।

ম্যাচের হাইলাইটস দেখতে ক্লিক করুন এখানে ‘ক্লিক করুন এখানে’