বড় ভুল করেছে ভারত!

পন্তকে বিশ্বকাপ দলে না রাখা ভুল, বলেছেন ভন
পন্তকে বিশ্বকাপ দলে না রাখা ভুল, বলেছেন ভন
>

ঋষভ পন্তকে বিশ্বকাপ দলে না নিয়ে ভারত বড় ভুল করেছে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

মাইকেল ভন বুঝতে পারছেন, পারছে না ভারত! সাবেক ইংলিশ অধিনায়কের দাবিটা অনেকটা সে রকমই। বিশ্বকাপ দলে ঋষভ পন্তকে বাইরে রেখে দল ঘোষণাকে ভারতের বিশাল ভুল হিসেবে দেখছেন ভন।

বিবিসি রেডিও ৫ লাইভে মাইকেল ভন বলেছেন, ‘আমার মনে হয়, ভারত বড় ভুল করেছে। ভারতের ব্যাটিং লাইনআপের দিকে তাকান, একমাত্র শিখর ধাওয়ান ছাড়া আর কোনো বাঁহাতি ব্যাটসম্যান নেই ওদের। আমার মনে হয়, ওদের একটা ভিন্ন কম্বিনেশন দরকার আর পন্ত সেখানে বারুদ। ও হয়তো ভুল করবে। কিন্তু আইপিএলে আমরা যেমন দেখছি, ও কিন্তু দলের জন্য ভুলের চেয়ে ঠিকটাই বেশি নিয়ে আসবে।’

ভনের চোখে উইকেটকিপার-ব্যাটসম্যান পন্ত ও নতুন ইংলিশ তারকা জফরা আর্চার এসে মিলেছেন একবিন্দুতে। দুজন আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ শুরু করেও জায়গা করে নিতে পারেননি বিশ্বকাপ ২০১৯ দলে। ভন বলেছেন, ‘পন্ত আর আর্চার একই রকমের। ওরা দুজনই খুবই সহজাতভাবে প্রতিভাবান। আমি এমন খেলোয়াড়দের পছন্দ করি। কিন্তু পন্তের বাদ পড়ার ঘটনাটা লজ্জার।’

পন্তের বাদ পড়া নিয়ে যখন শোরগোল শুরু হলো, তখন অবশ্য ভারত কোচ রবি শাস্ত্রী নিজেকে বিতর্কের বাইরে সরিয়ে নিয়েছিলেন। গত মাসে শাস্ত্রী বলেছিলেন তিনি দল নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, ‘আমি দল নির্বাচনে মোটেও যুক্ত নই। আমাদের যদি কিছু বলার বা চাওয়ার থাকে, সেটি আমাদের অধিনায়কের মাধ্যমে জানাই। আর সে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নির্বাচকদের কাছে চাওয়াগুলোকে তুলে ধরে।’