হ্যাজার্ডের ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে চেলসি?

চেলসি ছেড়ে রিয়ালেই যাচ্ছেন হ্যাজার্ড? ছবি: এএফপি
চেলসি ছেড়ে রিয়ালেই যাচ্ছেন হ্যাজার্ড? ছবি: এএফপি

এডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, এ বাক্যটা সত্য হবে বলেই মনে হচ্ছে। বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য আগ্রহের কথা জানিয়েছিলেন হ্যাজার্ড। সে যাত্রা চেলসির মাথা না নোয়ানোতে বেলজিয়ান উইঙ্গারকে পায়নি রিয়াল। এ মৌসুমে সম্ভবত আর হ্যাজার্ডের স্পেনে যাওয়া আটকাতে পারছে না চেলসি।

মৌসুমের বেশ অনেকটা সময় শঙ্কায় থাকলেও পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করেছে চেলসি। ইউরোপা লিগের ফাইনালেও উঠে গেছে তারা।

তবু চেলসি কোচ আশা রাখতে পারছেন না, এসব অর্জন দিয়ে হ্যাজার্ডকে চেলসিতে আটকে রাখা যাবে। রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্ন অনেক দিন ধরেই পালন করছেন হ্যাজার্ড। এখন আবার হ্যাজার্ডের আদর্শ জিনেদিন জিদান নতুন করে রিয়ালের দায়িত্বও পেয়েছেন। যে জিদান এর আগেও নেইমারের বদলে বারবার হ্যাজার্ডকে দলে নেওয়ার চেষ্টা করেছেন।


হ্যাজার্ডের এ মৌসুমে দলবদলের পথে দুটি বাধা রয়েছে। চুক্তির মাত্র এক বছর বাকি থাকলেও চেলসি ১৩০ মিলিয়ন ইউরো দাম চাচ্ছে তাঁর জন্য। মাত্র এক বছরের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়ের জন্য রিয়াল ১০০ মিলিয়নের বেশি দিতে রাজি নয়। আবার চেলসিকে এক মৌসুমের জন্য দলবদলের বাজারে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাজার্ডের বিকল্প খুঁজতে এমনিতেও বিপাকে পড়তে হবে চেলসিকে। এখন দলবদলে যদি নতুন কোনো খেলোয়াড়কে আনতে নাই পারে তাহলে হ্যাজার্ডকে ছাড়তে চাইবে না তারা।

চেলসির জন্য সবচেয়ে খবর হতে পারত যদি নতুন চুক্তিতে হ্যাজার্ডকে ধরে রাখা যেত। কিন্তু ২৮ বছর বয়সী এই তারকাকে ধরে রাখার ব্যাপারে কোচ মরিসিও সারি ইতিবাচক কিছু বলতে পারছেন না, ‘আমি জানি না। হ্যাজার্ড যদি মনে করে এখানে যে ইতিহাস সৃষ্টি করেছে সেটার শেষ পরিনীতি চলে এসেছে, তাহলে তার মনে এটা শেষই। আমি তার সঙ্গে কথা বলে দেখতে পারি কিন্তু এটা সহজ নয়। এটা সহজ নয় কারণ আমি হ্যাজার্ডকে চাই। তবে আমি সেই হ্যাজার্ডকে চাই যে কি না দলের প্রতি নিবেদিত।’

হ্যাজার্ডকে নতুন চুক্তি দেওয়ার ব্যাপারেও অসহায়ত্ব প্রকাশ করেছেন সারি, ‘ক্লাব কর্তৃপক্ষকেই জিজ্ঞেস করতে হবে কারণ আমি দলবদলের বাজারের নিয়ন্ত্রণে নেই। আমি চুক্তি নবায়নের দায়িত্বেও নেই ফলে এর জবাবও আমার জানা নেই। আমি শুধু খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পারি সেটাও একজন বাবা হিসেবে, ম্যানেজার হিসেবে নয়। আর আমি তার সঙ্গে যে কথা বলব সেটাও আপনাদের (সাংবাদিকদের) জানাব না। এটা বাবা ও ছেলের মধ্যকার আলোচনা।’

হ্যাজার্ডের সতীর্থদের কথাবার্তায় বিদায়ের সুর। এর মাঝেই ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড ছাড়া চেলসি কতটা অসহায়। নতুন সতীর্থ জর্জিনহোও সে কথাই বললেন, ‘ওর মতো খেলোয়াড়ের অভাব বিশ্বের যে কোনো দলই বোধ করবে। সে অসাধারণ। সে দলকে অনেক কিছু দেয়। সে যদি চলে যায় তাহলে আসলেই অনেক বেশি মিস করব ওকে।’