মালিঙ্গার কাছে বোলাররাই ইংল্যান্ড বিশ্বকাপের ট্রাম্প কার্ড

লাসিথ মালিঙ্গা। ফাইল ছবি
লাসিথ মালিঙ্গা। ফাইল ছবি
>

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটসম্যানদের দিকেই সবার নজর বেশি। তবে মালিঙ্গার মতে বোলাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।

এবারের ক্রিকেট বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাবে বলেই মনে করছেন সবাই। তিন শ রানও যথেষ্ট হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বেশির ভাগ দলের অধিনায়কেরাই। সে ক্ষেত্রে প্রতিপক্ষ দলের সামনে বড় রানের পুঁজি গড়তে বা রান তাড়া করে জিততে ব্যাটসম্যানদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা মনে করেন ম্যাচের মূল পার্থক্যটা গড়ে দেবে বোলাররাই।

ক্রিকেটে রান যত বেশি, ম্যাচ তত বেশি জমজমাট। সেদিক থেকে চিন্তা করলে ইংল্যান্ড বিশ্বকাপ সবচেয়ে বেশি আকর্ষণীয় হওয়ার কথা। ক্রিকেট বোদ্ধাদের মতামতও তা–ই। বিশ্বকাপের ঘণ্টা বাজার আগে ব্যাটসম্যানরাও শেষ দিকের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। সবাই ব্যাটসম্যানদের কথা বললেও মালিঙ্গার নজর বোলারদের দিকে, ক্রিকেটে এখন ব্যাটসম্যানরাই এগিয়ে আছে, তবে বোলাররাও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তারা উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিতে পারে। নিজে বোলার বলেই কিনা এমনটা বলছেন মালিঙ্গা!

২০১৯ বিশ্বকাপের জন্য নিজ দেশ শ্রীলঙ্কার প্রস্তুতি ততটা ভালো হয়নি। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে লঙ্কানরা। সে ম্যাচে মাঠে নামা হয়নি মালিঙ্গার। আর হারের কারণের পেছনে ভালো বল না করতে পারার দিকেই ইঙ্গিত দিয়েছেন মালিঙ্গা, যে দলেরই দক্ষ বোলার আছে, সেটা যে কন্ডিশনেই হোক, তারা বাড়তি সুবিধা পাবেই। বোলারদের দক্ষ হতে হবে, তাদের ম্যাচ বিশ্লেষণের ক্ষমতা থাকতে হবে। যত দ্রুত সম্ভব নিজেকে উন্নত করতে হবে। এতে বোলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে টেনে তুলেছেন ফাইনালে। শুধু টেনেই তোলেননি, তার শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে ট্রফি জিতেছে মুম্বাই। পুরো টুর্নামেন্টে পেয়েছেন ১৬ উইকেট। ৩৫ বছর বয়সী এই পেসার বিশ্বকাপের আগে তাই দারুণ আশাবাদী, ‘বেশ কিছু বছর আমি অনেক কিছু নিয়ে কাজ করেছি। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু পরিস্থিতি বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ।’

সব ঠিকঠাক থাকলে এটাই মালিঙ্গার শেষ বিশ্বকাপ। শ্রীলঙ্কান এই পেসারের কাছে বিশ্বকাপ মানেই দারুণ কিছু। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে এখন পর্যন্ত নিয়েছেন দুটি হ্যাটট্রিক! এখন শুধু শেষ বিশ্বকাপের অপেক্ষা, কে জানে মালিঙ্গার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে কি না ইংল্যান্ডে।