আমির উইকেট পেলেন কিন্তু মিসবাহর মন পেলেন না

ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন মোহাম্মদ আমির। ছবি: রয়টার্স
ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন মোহাম্মদ আমির। ছবি: রয়টার্স
>

কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট পাওয়া মোহাম্মদ আমিরের সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ–উল–হক

গতকালের বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের যে তিন উইকেট পড়েছে, তার সব কটিই মোহাম্মদ আমিরের। অর্থাৎ, ১০৫ রানের পুঁজি নিয়ে লড়াই যা করার আমিরই করেছেন। কিন্তু পাকিস্তানের বাঁহাতি এ পেসার নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন। উইকেট নিয়েও যে সাবেক অধিনায়কের মন ভরাতে পারেননি! উল্টো আমিরের তীক্ষ্ণ সমালোচনাই করেছেন মিসবাহ-উল-হক।

লাইন-লেংথ নয়, আমিরের বিপক্ষে মিসবাহর অভিযোগ বলের গতি নিয়ে। ক্রিকইনফোকে মিসবাহ বলেছেন, ‘আমির তিন উইকেট পেয়েছে ঠিকই, কিন্তু আমি তার বোলিং ফর্ম নিয়ে উদ্বিগ্ন। আপনার প্রিমিয়াম ফাস্ট বোলার যখন প্রথম ওভার করতে এসে ঘণ্টায় ৮১ মাইল গতিতে বল করবে, তখন আপনি উদ্বিগ্ন হতে বাধ্য।’

আমিরের বোলিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি বলেও দাবি ৪৫ বছর বয়সী মিসবাহর, ‘তাঁর (আমির) বোলিংয়ে কোনো সুইং ছিল না, ধারও ছিল না। প্রতিপক্ষ ওর বোলিং খুব আরামে খেলেছে। ওর বোলিংয়ে এই বার্তাটাই ছিল না যে মাঠে আমাদের (পাকিস্তান) অস্তিত্ব আছে, আমরা লড়াই করতে এসেছি।’

আমিরের সমালোচনা করলেও নতুন বলের আরেক বোলার হাসান আলীর প্রশংসা করেছেন মিসবাহ। গেইলের হাতে বেদম মার খেলেও হাসান আলীর গতিতে সন্তুষ্ট মিসবাহ, ‘নতুন বলের আরেক বোলার হাসান আলীর দিকে তাকান। ঘণ্টায় ৮৮ থেকে ৮৯ মাইল গতিতে বল করেছে সে। সে রান দিয়েছে বটে, কিন্তু গেইলও খুব দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। গেইল খুবই অভিজ্ঞ ব্যাটসম্যান। হাসান আলী জোরে বল করেছে। স্কিড করায় প্রত্যাশা অনুযায়ী বাউন্স পাচ্ছিল না, সে কারণেই গেইল তাঁর ওপর চড়াও হতে পেরেছে।’

স্কোরকার্ড অবশ্য বলছে, বাকি দুই বোলারের মতো গতি তুলতে না পারলেও পাকিস্তানকে উইকেট এনে দিয়েছেন একমাত্র আমিরই। ইকোনমি রেটের দিক থেকেও ছিলেন দুর্দান্ত। ৬ ওভার বল করে মাত্র ২৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে ম্যাচে বল করা বাকি দুই পাকিস্তানি পেসার হাসান আলী ও ওয়াহাব রিয়াজ রান বিলিয়েছেন দেদার। হাসান আলী ৪ ওভারে রান দিয়েছেন ৩৯, গেইলের হাতে খেয়েছেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা। আরেক বোলার ওয়াহাব রিয়াজ তো ছিলেন আরও খরুচে, ৩.৪ ওভার বল করে ৪০ রান খরচ করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পরেও সাবেক অধিনায়কের সমালোচনা শুনে আমির কিছুটা মন খারাপ করতেই পারেন।