সকালে ৯৯ বলেই শেষ জিম্বাবুয়ে

বাংলাদেশকে আজও ভালো শুরু এনে দিয়েছেন আবু জায়েদ। ছবি: প্রথম আলো
বাংলাদেশকে আজও ভালো শুরু এনে দিয়েছেন আবু জায়েদ। ছবি: প্রথম আলো
>ঢাকা টেস্টে আজ দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে দ্রুত অলআউট করেছে বাংলাদেশ

প্রথম দিন সকালের সেশনে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন আবু জায়েদ। আজ দ্বিতীয় দিনে সকালে সেশনেও জায়েদের হাত ধরে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে আজও এই পেসারের ভালো বোলিংয়ে জিম্বাবুয়েকে দ্রুতই অলআউট করার পথেই ছিল বাংলাদেশ। সঙ্গে তাইজুল ইসলাম যোগ দিয়ে বেশিক্ষণ দাঁড়াতে দেননি জিম্বাবুয়েকে। ২৬৫ রানে প্রথম ইনিংসে অলআউট হয়েছে তারা।

৬ উইকেটে ২২৮ রান নিয়ে কাল প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। কাল দুই প্রান্ত থেকে দুই পেসারকে দিয়ে বল করালেও আজ তা করেননি অধিনায়ক মুমিনুল। এক প্রান্তে জায়েদ অন্য প্রান্তে শুরু করেন স্পিনার তাইজুল ইসলাম। দিনের খেলার সপ্তম ওভারে গিয়ে তিরিপানোকে উইকেটে পেছনে ক্যাচে পরিণত করেন জায়েদ। নিজের পরের ওভারে এইনস্লে এনডলভুকেও তুলে নেন তিনি। এবার তাঁকে এলবিডব্লিউতে শিকার বানান জায়েদ।

জায়েদ দিনের দ্বিতীয় উইকেট তুলে নেওয়ার পরের ওভারে উইকেটশিকারিদের খাতায় নাম লেখান তাইজুল। চার্লটন শুমাকে এলবিডব্লিউ করেন বাঁহাতি এ স্পিনার। এরপর শেষ উইকেটে ৫১ বলে ২০ রানের জুটি গড়ে প্রতিরোধের চেস্টা করেছিলেন রেজিস চাকাভা ও ভিক্টর নুয়াচি। ১১ নম্বরে ব্যাট করতে নামা নুয়াচি খেলে ফেলেছিলেন ১৩ বল। অন্য প্রান্তে চাকাভা ধৈর্য হারিয়ে তাইজুলকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন নাঈম হাসানকে। ৩০ রান করেন তিনি।

আজ জিম্বাবুয়ের বাকি ৪ উইকেট তুলে নিতে ১৬.৩ ওভার (৯৯ বল) সময় নিয়েছেন বাংলাদেশের বোলাররা। ১০৬.৩ ওভারে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। ৭০ রানে ৪ উইকেট নেওয়া নাঈম জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সেরা বোলার। জায়েদও ৪ উইকেট নিয়েছেন ৭১ রানে। এ দুই বোলারের মধ্যে কেউ একজন ৫ উইকেট পেতে পারতেন। এ জন্য সকালের সেশনে তাদের ব্যবহার করেছেন মুমিনুল। জায়েদ সকালের সেশনে ২টি উইকেট নিলেও নাঈম উইকেটের দেখা পাননি।