শত্রুতা ভুলে গেছে ম্যানচেস্টারের দুই প্রতিদ্বন্দ্বী

>করোনাভাইরাসের এ দুঃসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে ফুটবল মাঠের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, শত্রু ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি
বিপদ অনেক সময় শত্রুতাও ভুলিয়ে দেয়। করোনাভাইরাস মহামারির এ দুঃসময় কাছে এনেছে ইংলিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিকে। করোনা-আতঙ্কে যখন চারদিকে হাহাকার। ইংল্যান্ডের সুপারশপগুলোতে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, ঠিক সেই সময়ই ম্যানচেস্টারের দুই জায়ান্ট মিলে নিজেদের শহরের একটি ফুড ব্যাংক প্রকল্পে প্রায় ১ লাখ পাউন্ড অনুদান হিসেবে দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অঙ্ক এক কোটি টাকার কাছাকাছি।
দুটি ক্লাব আলাদা করে দিয়েছে ৫০ হাজার পাউন্ড করে। ট্রাসেল ট্রাস্ট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই ফুড ব্যাংক প্রকল্পটির তত্ত্বাবধানে আছে। গোটা ইংল্যান্ডেই এই ট্রাসেল ট্রাস্ট কাজ করে থাকে। এমনিতেই করোনা-আতঙ্কে এ মুহূর্তে ইংল্যান্ডে লকডাউন চলছে। সরকার এরই মধ্যে দেশটির সব রেস্তোরাঁ, বার, ক্যাফে ইত্যাদি বন্ধ করে দিয়েছে। প্রতিটি সুপারশপে চলছে বাজার করার হিড়িক। টেসকো, আসদার মতো বড় বড় চেইন সুপার স্টোরগুলোর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে তাক খালি হয়ে গেছে —এমন ছবি করোনার এ সময় খুব বিরল কিছু নয়।
ফুটবল মাঠে আনন্দ দেওয়া এ দুই ক্লাব এখন করোনার সময় কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে নিজ শহরের মানুষকে।