করোনাকে বুড়ো আঙুল দেখাচ্ছে তুর্কমেন ফুটবল

আজ থেকে আবার ফুটবল লিগ শুরু হচ্ছে তুর্কমিনিস্তানে। সংগৃহীত ছবি
আজ থেকে আবার ফুটবল লিগ শুরু হচ্ছে তুর্কমিনিস্তানে। সংগৃহীত ছবি
>

‘করোনামুক্ত’ তুর্কমিনিস্তানে আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে ফুটবল লিগ। মাঠে দর্শক আসাতেও নেই কোনো নিষেধাজ্ঞা

করোনায় বন্ধ খেলাধুলা, বন্ধ ফুটবলও। তবে যে দেশে করোনাভাইরাস নাই, সে দেশে ফুটবল চালু করতে অসুবিধা কোথায়! সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তুর্কমিনিস্তানে তাই আজ আবারও মাঠে গড়াচ্ছে ফুটবল। দর্শকবিহীন স্টেডিয়ামে নয়, গ্যালারিভর্তি দর্শক নিয়েই ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে দেশটি।

দেশটিতে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। যদিও পশ্চিমা দেশগুলো মধ্য এশিয়ার দেশটির করোনামুক্ত থাকার খবর বিশ্বাস করছে না। তুর্কমেনরা অবশ্য দাবি করতে পারে আমাদের তো বাইরের দেশের সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই। তাই আমাদের দেশে করোনাভাইরাসের সংক্রমণ না হতেই পারে।

তবে গত মাসে অন্যান্য সব দেশের মতো তুর্কমিনিস্তানও ফুটবল লিগ বন্ধ করে দিয়েছিল করোনা সংক্রমণের ভয়ে। সে সময়ে দেশটির ফুটবল ফেডারেশন বলেছিল দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনেই লিগ বন্ধ করেছেন তারা। কিন্তু মাসখানেক পরেই সেই অবস্থান থেকে সরে আসল তুর্কমেন ফুটবল ফেডারেশন।

আশির ইউসুপভ নামের ৩৪ বছর বয়সী এক ফুটবল ভক্ত জানালেন তিনি আজ গ্যালারিতে বসেই খেলা দেখবেন। রাজধানী আসখাবাদে আজ ইউসুপভের প্রিয় দল বর্তমান চ্যাম্পিয়ন আলতিন আসির মুখোমুখি হবে লিগ বন্ধ হওয়ার আগে শীর্ষে থাকা ক্লাব কোপেতদাগের বিপক্ষে।

কেন খেলা দেখতে যাবেন সেই প্রশ্নের জবাবে ইউসুপভ একটু মজাও করে নিলেন, ‘আনন্দ-উল্লাস আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর যেহেতু এখানে কোনো করোনাভাইরাস নেই, লিগ কেন মাঠে ফিরবে না? ভিড়ভাট্টা নিয়েও আমার কোনো ভয় নেই।’

করোনায় যেখানে সারা বিশ্বেই সব পেশাদার ফুটবল লিগ বন্ধ, সেখানে ব্যতিক্রম বেলারুশ, তাজিকিস্তান ও তুর্কমিনিস্তান। তিনটি দেশই এক সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

বেলারুশিয়ান ফুটবল লিগ তো বেশ সারাই ফেলেছে। ইউরোপা-আমেরিকার ফুটবল বুভুক্ষুরা অনলাইনে ভার্চুয়াল টিকিট কিনেই দেশটির ফুটবল লিগের খেলা দেখছেন। অন্য দিকে এ মাসের শুরুতে তাজিকিস্তানের সুপার কাপের ফাইনালও অনলাইনে দেখেছেন বিভিন্ন দেশের ফুটবলভক্তরা।

তবে বেলারুশ কিংবা তাজিকিস্তান মাঠে দর্শক আনার মতো সাহস দেখাতে পারেনি। বেলারুশে গতকাল পর্যন্ত ৪৭৭৯ জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে। এ অবস্থায় ফুটবল লিগ চালু রাখায় ব্যাপক সমালোচনার মুখে দেশটির ফুটবল ফেডারেশন। অন্যদিকে এখনো কোনো করোনামুক্ত থাকার ঘোষণা দিলেও তাজিকরাও ফুটবল খেলছে দর্শকবিহীন মাঠে।