এক ভুল টানা দুবার করেন না রোনালদো

গত ১২ জুন কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০দিন পর কাল আবারও একই পরীক্ষার সামনে পড়েছিলেন পর্তুগিজ তারকা। রোনালদো টানা দুটি পেনাল্টি নষ্ট করবেন, এ তো অসম্ভব!
না, এই অসম্ভব বিষয়টি সম্ভব হয়নি। বরং যা প্রত্যাশিত সেটাই ঘটেছে। গোল করেছেন রোনালদো। সিরি আ তে কাল রাতে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ৩৬ মিনিটে পাওলো দিবালা গোল করার আগেই পেনাল্টি থেকে 'জুভ'দের এগিয়ে দেন রোনালদো। খেলার যোগ করা সময়ে দানিলোর লাল কার্ড দেখা এ ম্যাচে জুভেন্টাসের একমাত্র আক্ষেপ।
গত ৮ মার্চের পর প্রথম লিগ ম্যাচ খেলতে নেমেছিল জুভেন্টাস। করোনাভাইরাস মহামারির কারণে লিগ স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে। রোনালদোকে পেনাল্টি থেকে গোল করার সুযোগটি এনে দেন ম্যাটাইস ডি লিখট।
ডাচ তারকা ফাউলের শিকার হওয়ায় ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) কল্যাণে ২৬ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। ঠান্ডা মাথায় নিজের পাওনা বুঝে নেন রোনালদো। ক্যারিয়ারে পেনাল্টি থেকে মোট ১২০ গোল করলেন তিনি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ২৬।
৩৬ মিনিটে সতীর্থের ব্যাক হিল পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন দিবালা। টানা নবম সিরি 'আ' শিরোপার খোঁজে রয়েছে জুভেন্টাস। এ জয়ে লাৎসিওর (২৬ ম্যাচ) সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল তুরিনের 'ওল্ড লেডি'রা (২৭ ম্যাচ)।
নাপোলির সঙ্গে রোনালদোকে সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলান জুভেন্টাস কোচ মরিনসিও সারি। সেখানে রোনালদো তেমন সুবিধা করতে পারেননি। এমনকি সমালোচিতও হয়েছিলেন ৩৫ বছর বয়সী তারকা। বোলোনিয়ার মাঠে তাঁকে পুরোনো পজিশনে ( সেন্টারের পাশে) ফিরিয়ে আনেন সারি।
স্বাগতিকদের স্টেফানো ডেনসউইল ডি লিখটের জার্সি টেনে ধরায় পেনাল্টি পায় জুভেন্টাস। স্পটকিক ছাড়াও দ্বিতীয়ার্ধেও বোলোনিয়ার জালে বল পাঠিয়েছিলেন রোনালদো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। খেলার শেষ দিকে খুব অল্প সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন দানিলো। তাঁর লাল কার্ড ছাড়াও মাত্তিয়া দি সিলিওরর চোট দুশ্চিন্তায় ফেলবে জুভেন্টাসকে।