গ্রেপ্তার হওয়ার পরদিনই জামিনে মুক্ত মেন্ডিস

কুশল মেন্ডিস । ছবি: টুইটার
কুশল মেন্ডিস । ছবি: টুইটার

সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার সকালে গ্রেপ্তার হয়েছিল। পরদিনই আদালতে তোলা হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে। তবে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন মেন্ডিস।

রোববার ভোর পাঁচটার দিকে কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে চাপা দেয় মেন্ডিসের এসইউভি গাড়ি। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান পুলিশ। তবে তাঁর সতীর্থ আরেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আভিষ্কা ফার্নান্দোও এ সময় গাড়িতে ছিলেন। তাঁরা দুজনেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

নিয়ন্ত্রণ হারিয়ে মেন্ডিসের গাড়ি সাইকেল আরোহীকে চাপা দেওয়া পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
পানাদুরা থানা পুলিশ গতকাল মেন্ডিসকে আদালতে তোলে। সেখানেই প্রাথমিক শুনানি শেষে সেখানে ১০ লাখ শ্রীলঙ্কান রুপির দুটি ব্যক্তিগত জামিনে মু্ক্তি পেয়েছেন মেন্ডিস। পুলিশ ও বিচারিক চিকিৎসা কর্মকর্তার প্রাথমিক তদন্ত শেষে মেন্ডিসকে আবার গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে। তবে তাঁকে আবার আগামী ৯ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে।

২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩৭ গড়ে ২৯৯৫ রান তাঁর, ওয়ানডেতে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান। ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা মেন্ডিস করোনাভাইরাসজনিত লকডাউন শেষে শুরু হওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পে ছিলেন।