ঘরে ফিরছেন ক্যাসিয়াস

>রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে দলের সাবেক এই কিংবদন্তি অধিনায়ককে
সে দিনটার কথা রিয়াল মাদ্রিদ সমর্থকেরা কি ভুলতে পারবেন?
অনাড়ম্বর একটা সংবাদ সম্মেলন। দুধসাদা শার্ট গায়ে হাজির হয়েছিলেন দলের 'সন্ত' ইকার ক্যাসিয়াস। অশ্রুসজল চোখে জানিয়েছিলেন বিদায়। দলে সুযোগ পাচ্ছিলেন না দেখে প্রাণের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছিলেন পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে। সে সংবাদ সম্মেলনে ক্লাবের পক্ষ থেকে হাজির ছিল না কেউই। রিয়াল থেকে তাই ক্যাসিয়াসের বিদায়টা হয় অনেকটা নীরবে, নিভৃতে।
এ কারণে গত কয়েক বছর ধরেই রিয়ালের বিপক্ষে প্রতিপক্ষদের একটা অভিযোগ ছিল, নিজেদের কিংবদন্তিদের সম্মান দিতে জানে না লস ব্লাঙ্কোসরা। ফেলে রাখে অনাদরে। সে অভিযোগ 'কাটানোর' জন্য এবার উল্লেখযোগ্য একটা পদক্ষেপ নিল সদ্য লা লিগা জয়ী ক্লাবটি। কিংবদন্তি অধিনায়ক ক্যাসিয়াসকে ফেরাচ্ছে সদ্য লা লিগা জেতা দলটা।
তবে খেলোয়াড় হিসেবে নয়। ৩৯ বছর বয়সী এই তারকার খেলোয়াড়ি জীবনের আর তেমন বাকিও নেই। ফিরছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শক হিসেবে। পোর্তোর গোলরক্ষক হিসেবে খেলা ক্যাসিয়াস আর একটা ম্যাচ খেলবেন পর্তুগিজ চ্যাম্পিয়নদের হয়ে, বেনফিকার বিপক্ষে পর্তুগিজ কাপের ফাইনালটা খেলার পরপরই খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানবেন। আর তার পরেই যোগ দেবেন নতুন দায়িত্বে।
প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার আগে এমনই পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিনেদিন জিদানও। রিয়ালের সভাপতি পেরেজ বোঝেন, ক্যাসিয়াসের মতো অভিজ্ঞ একজন খেলোয়াড় অবসরের পর দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন। তাই চাইছেন ক্যাসিয়াস যেন ক্লাবের কাছাকাছিই থাকেন। তবে ক্যাসিয়াসের আর কী কী দায়িত্ব থাকবে, সেটার ধারণা আস্তে আস্তে পাওয়া যাবে।
২০১৯ সালের মে মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই ক্যাসিয়াসের ধার আর আগের মতো নেই। পোর্তো ক্যারিয়ারে তিনটি ট্রফি জেতা এই তারকা তাই ফিরতে চলেছেন সে ক্লাবে, যে ক্লাবটা সব সময় অবস্থান করেছে তাঁর মনের মণিকোঠায়।