গুরু মারা বিদ্যা ফলালেন আর্সেনাল কোচ!

গার্দিওলাকে হারিয়েই দিলেন আরতেতা। ছবি: রয়টার্স
গার্দিওলাকে হারিয়েই দিলেন আরতেতা। ছবি: রয়টার্স
>এফএ কাপের সেমিফাইনালে গত রাতে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল

গুরু মারা বিদ্যা বুঝি একেই বলে!

যে পেপ গার্দিওলার সহকারী হিসেবে এতদিন কোচিংয়ের পাঠ নিয়েছেন, মূল কোচ হয়ে সেই গার্দিওলাকে হারিয়েই আর্সেনালকে নিয়ে এফএ কাপের ফাইনালে উঠলেন স্প্যানিশ কোচ মিকেল আরতেতা। গতকাল ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে আর্সেনাল।
কয়েকদিন আগেই ইংলিশ লিগের চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। সে জয়টা যে মোটেও ঝড়ে মারা বক ছিল না, সেটাই যেন গত রাতে প্রমাণ করল তারা। খেলল অসাধারণ দৃষ্টিনন্দন ফুটবল। ৩-৪-৩ ছকে প্রথম থেকেই ম্যানচেস্টার সিটিকে চেপে ধরেছিল তারা। সিটি খেলোয়াড়দের পাস দেওয়ার পথগুলো বেশ কুশলতার সঙ্গে বন্ধ করে দিচ্ছিল। সঙ্গে নিজেদের 'পাসিং ফুটবল'টাও খেলছিল অনায়াসে। যার ফল চলে আসে ১৭ মিনিটেই।

দলের সবচেয়ে বড় তারকা গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় লণ্ডনের ক্লাবটা। আর এগিয়ে যাওয়াটাই-বা কী অসাধারণ ছিল! গোলের আগে ১৮বার পাস আদান-প্রদান করেছেন আর্সেনালের দশ খেলোয়াড়। এর মধ্যে আট পাস আবার সিটির পেনাল্টি বক্সের মধ্যেই ছিল। ছোট ছোট পাসে দলকে খেলিয়ে সুনাম কুড়ানো গার্দিওলাকেই যেন উল্টো তাঁর অস্ত্রে ঘায়েল করলেন আরতেতা। আইভোরি কোস্টের উইঙ্গার নিকোলাস পেপের কাছ থেকে বল নিয়ে গোলটা করেন অবামেয়াং। ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত একটা ক্রস দিয়েছিলেন পেপে।

আরেকটি এফএ কাপ জয়ের পথে এগিয়ে গেল আর্সেনাল। ছবি: এএফপি
আরেকটি এফএ কাপ জয়ের পথে এগিয়ে গেল আর্সেনাল। ছবি: এএফপি

দ্বিতীয় গোলটাও আসে ওই অবামেয়াংয়ের পা থেকেই। তবে এবার সহযোগিতা আসে দলে নতুন আসা লেফটব্যাক স্কটিশ তারকা কিয়েরেন টের্নির কাছ থেকে। দ্রুতগতির কাউন্টারে সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের পায়ের ফাঁক দিয়ে গোল করে আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন অবামেয়াং।
তবে সিটিও যে সুযোগ পায়নি, তা না। বেশ কয়েকটা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন রিয়াদ মাহরেজ, রহিম স্টার্লিং ও আয়মেরিক লাপোর্তেরা।

দুর্দান্ত খেলেছেন আর্সেনালের আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও দুই ডিফেন্ডার ডেভিড লুইজ, মুস্তাফি। একজন নয়, বরং দুজন সেন্টারব্যাক সঙ্গী পেলে লুইজ যে দুর্দান্ত খেলেন, সে কথারই প্রতিফলন দেখা গেছে আবারও। আর মার্তিনেজ দেখিয়েছেন, সুযোগ পেলে তিনিও নিজের জাত চেনাতে ভুল করেন না!

আজ রাত ১১টায় আরেক সেমিফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। যে জিতবে, ফাইনালে তারা লড়বে আরতেতার উজ্জীবিত দলের বিপক্ষে।