মোমেন্ট অব দ্য ম্যাচ: আনন্দাশ্রু

১ / ১
পায়ের চোটে তাঁর বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় ছিল। শেষ পর্যন্ত সংশয় কেটেছে। পুরোপুরি সুস্থ হয়ে না উঠলেও নেইমার ফিরেছেন বিশ্বকাপের মাঠে। কিন্তু প্রথম ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। সমালোচনা চলছিল তারপর থেকেই। কাল কোস্টারিকার বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গোলটি করে নেইমার যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। তাই শেষ বাঁশি বাজতেই মাঠেই হাঁটু গেড়ে বসে মুখ ঢেকেছেন দুহাতে। না, এই কান্না তিনি কাউকে দেখাতে চাননি। এ যে তাঁর আনন্দাশ্রু! চোট আর সমালোচনার জবাব। নেইমারের এই কান্না ছুঁয়ে গেছে কোস্টারিকা ডিফেন্ডার ব্রায়ান ওভিয়েদোকেও। হোক না প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিন্তু মানুষ তো? নেইমারের পিঠে তাই ওভিয়েদোর সান্ত্বনার পরশই কালকের সেরা ছবি।
পায়ের চোটে তাঁর বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় ছিল। শেষ পর্যন্ত সংশয় কেটেছে। পুরোপুরি সুস্থ হয়ে না উঠলেও নেইমার ফিরেছেন বিশ্বকাপের মাঠে। কিন্তু প্রথম ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। সমালোচনা চলছিল তারপর থেকেই। কাল কোস্টারিকার বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গোলটি করে নেইমার যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। তাই শেষ বাঁশি বাজতেই মাঠেই হাঁটু গেড়ে বসে মুখ ঢেকেছেন দুহাতে। না, এই কান্না তিনি কাউকে দেখাতে চাননি। এ যে তাঁর আনন্দাশ্রু! চোট আর সমালোচনার জবাব। নেইমারের এই কান্না ছুঁয়ে গেছে কোস্টারিকা ডিফেন্ডার ব্রায়ান ওভিয়েদোকেও। হোক না প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিন্তু মানুষ তো? নেইমারের পিঠে তাই ওভিয়েদোর সান্ত্বনার পরশই কালকের সেরা ছবি।