মোমেন্ট অব দ্য ম্যাচ: আনন্দনৃত্য

১ / ১
এত টান টান উত্তেজনা, দাঁতে কেটে নখের দফারফা করে প্রিয় দলের সমর্থন করা কেন? অবশ্যই দলের জয় দেখা, সঙ্গে ভালো খেলাটা তো আছেই। বিশ্বকাপের মঞ্চে বিনোদন পেতে আর দিতেই তো আসেন সবাই। কলম্বিয়ার ম্যাচ মানেই বিনোদনের নিশ্চয়তা। গোলের পর একটু কোমর দুলিয়ে নাচ দেখানোর সঙ্গে গত বিশ্বকাপেই অভ্যস্ত করিয়েছিলেন হামেস রদ্রিগেজ। এবার এখনো গোল পাননি তিনি, তাই বলে কি নাচ দেখা যাবে না? কাল পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন হামেস। সেখান থেকে দলের তৃতীয় গোল পেতে কোনো সমস্যা হয়নি হুয়ান কুয়াদ্রাদোর। আর এমন গোলের পর না নাচলে চলে?
এত টান টান উত্তেজনা, দাঁতে কেটে নখের দফারফা করে প্রিয় দলের সমর্থন করা কেন? অবশ্যই দলের জয় দেখা, সঙ্গে ভালো খেলাটা তো আছেই। বিশ্বকাপের মঞ্চে বিনোদন পেতে আর দিতেই তো আসেন সবাই। কলম্বিয়ার ম্যাচ মানেই বিনোদনের নিশ্চয়তা। গোলের পর একটু কোমর দুলিয়ে নাচ দেখানোর সঙ্গে গত বিশ্বকাপেই অভ্যস্ত করিয়েছিলেন হামেস রদ্রিগেজ। এবার এখনো গোল পাননি তিনি, তাই বলে কি নাচ দেখা যাবে না? কাল পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন হামেস। সেখান থেকে দলের তৃতীয় গোল পেতে কোনো সমস্যা হয়নি হুয়ান কুয়াদ্রাদোর। আর এমন গোলের পর না নাচলে চলে?