নতুন আইফোনে হোম বোতামও থাকবে না?

গত এক দশকে আইফোনের নকশায় রদবদল হলেও জনপ্রিয় হোম বাটনের অবস্থান একই রকম ছিল। তবে নতুন আইফোনে এই বোতাম আর থাকবে না বলে ধারণা করছেন বিখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং-চি কিও। এর বদলে আসবে ভার্চ্যুয়াল বোতাম। তাঁর কথা উড়িয়ে দেওয়ার সুযোগ কম।
অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন আইফোন ৭-এ নতুনত্বের অভাবে অনেক ব্যবহারকারীই হতাশা প্রকাশ করেছেন। হয়তো এই নতুনত্ব আনতেই ঐতিহ্যবাহী এই হোম বাটন অ্যাপল থেকে বাদ দেওয়া হবে। মিং-চি কিও আরও জানিয়েছেন, ৫ দশমিক ৮ ইঞ্চি ওএলইডি পর্দার নতুন আইফোনের নাম হতে পারে ‘আইফোন এক্স’। বেজেল অর্থাৎ পর্দার বাইরের ফাঁকা জায়গা কমিয়ে আনার চেষ্টা থেকে পর্দাতেই যোগ করা হবে ভার্চ্যুয়াল বোতাম। যেমনটা হয়েছে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রোতে। বিভিন্ন অ্যাপের দরকার অনুযায়ী এই ভার্চ্যুয়াল বোতাম বদলে যাবে। নতুন আইফোনে আগের চেয়ে শক্তিশালী ব্যাটারি ও তারহীন চার্জিং প্রযুক্তি যোগ হবে।
তবে বর্তমানের আইফোনগুলোতে হোম বাটনই আঙুলের ছাপ শনাক্তকারী হিসেবে কাজ করে। তাই নতুন আইফোনে মূল বোতাম বা হোম বাটন না থাকায় আঙুলের ছাপ কোথায় দেওয়া যেতে পারে, তা নিয়ে পরিষ্কার কিছু জানা যায়নি।
শাওন খান, সূত্র: বিজনেস ইনসাইডার