ফায়ারফক্স সেরা কিছু অ্যাড-অনস

প্রতি মাসে মজিলা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের একটি দল নতুন নতুন সেরা অ্যাড-অনস খুঁজে বের করে। চলতি বছরের এ তালিকায় থাকা ১৩টি সেরা ফায়ারফক্স অ্যাড-অনস হলো—
ইউআরএল লিংক: ভেঙে যাওয়া যেকোনো ওয়েব লিংক অথবা কাজ করে না এমন লিংকগুলো সঠিকভাবে ব্রাউজারে খুলতে সাহায্য করে।
ক্লিক অ্যান্ড ক্লিন: ব্রাউজিং বা ডাউনলোড হিস্টরি, টেম্পোরারি ইন্টারনেট ফাইলসহ অনেক কিছু পরিষ্কার করে মাত্র এক ক্লিকে।
ক্লিয়ার কনসোল: যাদের প্রায়ই ব্রাউজিং হিস্টরি, ক্যাশ, কুকি, এইচটিএমএল৫ স্টোরেজ মুছতে হয়, তাদের জন্য এক ক্লিকের সমাধন এই অ্যাড-অন।
সেলফ-ডেস্ট্রাক্টিং কুকিজ: পছন্দের সাইটগুলো বাদ দিয়ে যেকোনো সাইটের কুকিজ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে এটি।
নিউ ট্যাব প্লাস: নতুন কোনো ট্যাব খোলা হলে সেখানে দৃষ্টিনন্দন স্পিড ডায়াল, ক্লাউড ও ক্লাউড ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে।
ভিডিও রিজ্যুমার: এই অ্যাড-অন দিয়ে ইউটিউবে শেষবার যেখানে ভিডিওটি শেষ করেছিলেন, পরের বার দেখলে ঠিক সেখান থেকেই চালু হবে।
রিলোড প্লাস: এটি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য, যাঁরা ওয়েবপেজ রিলোড বোতাম নিয়ে বাড়তি কিছু কাজ করতে চান।
স্টাইলিশ: গুগল, ফেসবুক কিংবা অন্যান্য সাইটে নিজের মতো করে স্ক্রিন ও থিম ইনস্টল করা যায়।
ফাস্টেস্ট সার্চ: বর্তমান ট্যাবের পেইজে বা সব ট্যাবে প্লেইন টেক্সট, শব্দ, রেগুলার এক্সপ্রেশন দ্রুততার সঙ্গে খোঁজা যায়।
গুগল/ইনডেক্স সার্চ লিংক ফিক্স: সার্চ রেজাল্টে প্রদর্শিত কোনো লিংকে ক্লিক করলে গুগলকে অন্য কোনো পরিবর্তিত লিংকে নিয়ে যাওয়া থেকে বাধা দেবে এটি।
এসথ্রি গুগল ট্রান্সলেটর: ফায়ারফক্স ব্রাউজারে গুগল ট্রান্সলেটের বাড়তি সুবিধা নিয়ে যেকোনো নির্বাচিত শব্দ, বাক্য অথবা পুরো ওয়েবপেজটি অনুবাদ করা যাবে ৫০টির অধিক ভাষায়।
ব্লুহেল ফায়ারওয়াল: অনলাইন বিজ্ঞাপন ব্লক করার প্রচুর অ্যাড-অন আছে। সেগুলোর সহজ বিকল্প এটি।
এক্স-নোটিফায়ার: নতুন মেইল এলে ওয়েব মেইল অ্যাকাউন্ট পরীক্ষা করে জানিবে দেবে এটি। কয়েকটি সামাজিক চ্যানেলও সমর্থন করে এটি।
সব কটি অ্যাড-অনস পাওয়া যাবে http://goo.gl/6CwD6w এই ঠিকানায়।
— মজিলা ব্লগ অবলম্বনে মঈন চৌধুরী