টেকনো স্মার্টফোনের যাত্রা শুরু

পাঁচটি স্মার্টফোন নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে হংকংভিত্তিক মোবাইল ফোন নির্মাতা টেকনো মোবাইল। স্মার্টফোনগুলো বাজারজাত করছে ট্রানশান হোল্ডিং বাংলাদেশ। গতকাল সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটির স্মার্টফোন দেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রানশান হোল্ডিং বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডেন্ট আরিফ চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘সাশ্রয়ী দাম ও টেকসই মডেলের কারণে টেকনো আফ্রিকায় বেশ বড় একটি বাজার দখল করে আছে। বিশ্বের ৫৮টি দেশে টেকনো মোবাইলের ফোন পাওয়া যাচ্ছে। এসব ফোনের নিরাপত্তায় উন্নতমানের নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা হয়েছে।’

ট্রানশান হোল্ডিং বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ানুল হক বলেন, ‘এখনো আমাদের দেশে ৭০ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছায়নি। ৩০ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। আর এর বেশির ভাগই তরুণ। বর্তমান সময়ে দেশের বাজারে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে সঙ্গে বাড়ছে অফুরান সম্ভাবনা।’

অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে এখন থেকে টেকনো মোবাইলের পাঁচটি ফোন পাওয়া যাবে। এগুলো হলো ক্যামন সি এক্স এয়ার, আই সেভেন, আই থ্রি, ডব্লিউ এক্স থ্রি এবং ডব্লিউ এক্স ফোর। ফোনগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা, ১৯ হাজার ৯৯০ টাকা, ১০ হাজার ৬৯০ টাকা, ৬ হাজার ১৯০ টাকা এবং ৮ হাজার ১৯০ টাকা।

এর মধ্যে আই সেভেন ফ্ল্যাগশিপ ফোনে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি পর্দা। ফোনটিতে ১.৫ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে আছে ৪ জিবি র‍্যাম, ৩২ জিবি রম এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর সামনের ও পেছনের ক্যামেরা ১৩ ও ১৬ মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোন।